প্রত্যেকের ছোটবেলায় বড্ড মধুর হয়। সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, ছোটবেলার সাদাকালো ছবির দিকে যখনই চোখ যায়, তখনই যেন মন ভারাক্রান্ত হয়ে পড়ে। বড্ড তাড়াতাড়ি জীবনের রঙিন সময় পেরিয়ে গেল, এই ভেবেই যেন চোখে জল চলে আসে।
ছোটবেলার সেই মুহূর্তগুলি তো আর ফিরে আসবে না, কিন্তু সেই ছবি দেখে স্মৃতিচারণ তো করাই যায়। এখন আবার সোশ্যাল মিডিয়ার যুগে মাঝেমধ্যেই অনেককে দেখা যায় ছোটবেলার ছবি শেয়ার করতে। তেমনি এক বলিউড অভিনেত্রী ছোটবেলার একটি ছবি শেয়ার করে হলেন আবেগপ্রবণ।
আরও পড়ুন: পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অজিত, কেমন আছেন এখন?
আরও পড়ুন: সানি নয়, ‘জাট’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? দক্ষিণের এক বড় নাম
অভিনেত্রী যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, একটি সাদা কালো ছবিতে অভিনেতা রাজ কাপুর একটি ছোট্ট শিশুর সঙ্গে হাতে হাত ধরে নাচ করছেন। স্কার্ট ও টপ পরা ওই মেয়েটির চুল বব কাট করে কাটা। শিশুটিকে এক ঝলক দেখে চেনার উপায় নেই, যে তিনি হলেন বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী করিশ্মা কাপুর।
গতকাল অর্থাৎ ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে ছোটবেলার এই ছবিটি শেয়ার করেন অভিনেত্রী। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক নৃত্য উপলক্ষে আমার প্রথম অফিসিয়াল নাচ শেয়ার করছি সকলের সঙ্গে। ওঁর থেকে ভালো নৃত্য সঙ্গী আর হয়তো কেউ কোনওদিন হয়নি।’
পরিবারের বড় মেয়ে হওয়ার সুবাদে সর্বদাই সকলের থেকে বেশি দায়িত্বশীল করিশ্মা। এমনিও তিনি বরাবর শান্ত স্বভাবের মানুষ। করিনা এবং রণবীরের থেকে অনেকটাই শান্ত তিনি। বাবা মায়ের বাধ্য মেয়ে। কপিল শর্মা শোয়ে এসেও করিশ্মা বারবার এ কথা স্বীকার করেন।
আরও পড়ুন: থ্রিলার না কমেডি? তারকা তালিকাতেও রয়েছে বড়সড় চমক? মুক্তি পেল অক্ষয় কুমারের ‘হাউজফুল ৫’-এর টিজার
আরও পড়ুন: ‘মাত্র ৭০০ জন!', মেলবোর্নে কম দর্শক দেখেই কী মঞ্চে উঠতে চাননি নেহা? এল নতুন তথ্য
অভিনেত্রী শেয়ার করা ছবির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘মানুষ চলে যায়, সময় বদলে যায়, শুধু থেকে যায় স্মৃতি। এমন ছবি সারা জীবন আগলে রাখে মানুষকে।’ অন্য একজন লিখেছেন, ‘তুমি খুব সুন্দর।’ তৃতীয় একজন লিখেছেন, ‘খুব ভাগ্যবতী তুমি, এমন মানুষকে নাচের সঙ্গী হিসেবে পেয়েছিলে।’