ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকী এদিন। তাঁর না থাকার পাঁচ বছর অতিক্রান্ত। কিন্তু জানেন কি অভিনেতা তাঁর নিজের বিয়ের দিন অজ্ঞান হয়ে গিয়েছিলেন? একই হাল হয়েছিল তাঁর স্ত্রী নীতুরও! কিন্তু কেন?
আরও পড়ুন: নতুন রূপে ফের স্টার জলসায় ফিরছেন ‘হরগৌরী’র ঐশানী? শুভস্মিতার সঙ্গে এবার জুটি বাঁধছেন কে?
কী ঘটেছে?
নীতু কাপুর এবং ঋষি কাপুর ১৯৮০ সালের ২২ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন। তাঁরা ভীষণ ভালো বন্ধু ছিলেন। সেখান থেকেই প্রেম এবং বিয়ে। তাঁরা একত্রে একাধিক সিনেমায় কাজও করেছেন। যেমন ১৯৭৪ সালে মুক্তি পাওয়া জেহরিলা ইনসান, ১৯৭৫ সালে রিলিজ করা জিন্দা দিল, ১৯৭৭ সালে মুক্তি পাওয়া খেল খেল ম্যায়, ইত্যাদি। তাঁদের বিয়ের দিন ঘটে গিয়েছিল এক অদ্ভুত ঘটনা। একবার একটি সাক্ষাৎকারে সেই ঘটনার স্মৃতি হাতড়ে নীতু কাপুর জানিয়েছিলেন তাঁদের বিয়েতে ব্যাপক ভিড় হয়েছিল। বহু সংখ্যক অতিথি এসেছিলেন অপ্রত্যাশিত ভাবে। সেটা দেখে একদিকে যেমন তাঁর দারুণ আনন্দিত হয়েছিলেন তেমন আরেক দিকে তুমুল ভয় পেয়েছিলেন। আর আতঙ্কিত হয়েই তাঁরা সেদিন অজ্ঞান হয়ে যান।
যেহেতু তাঁদের বিয়েটা বেশ ধুমধাম করে হয়েছিল, আর এত সংখ্যক মানুষ এসেছিল সেখানে বেশ কিছু পকেটমার ঢুকে পড়ে। সেটাও নিয়েও বেশ হইচই বেঁধেছিল। শুধুই কি তাই? বিয়েতে ঋষি এবং নীতু কাপুর কী পাননি উপহার হিসেবে! ছিল পাথর, জুতো, ইত্যাদি।
আরও পড়ুন: আইনি বিয়ে সারলেন শার্লি-অভিষেক, ডি-ডে'তে লেহেঙ্গায় ধরা দিলেন 'ফুলকি'র সতীন! রেজিস্ট্রিতে এলেন কারা?
প্রসঙ্গত ঋষি কাপুর ২০২০ সালে ৬৭ বছর বয়সে ৩০ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন তিনি একাধিক কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তাঁর দর্শকদের। তালিকায় আছে ববি, অগ্নিপথ, ইত্যাদি। তিনি মেরা নাম জোকার ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। সেই ছবিতে তিনি তাঁর বাবা রাজ কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ববি ছবিতে প্রথম নায়ক হিসেবে ধরা দেন। সেখানে তাঁর বিপরীতে ছিলেন ডিম্পল কাপাডিয়া। ঋষি কাপুরকে শেষবার শর্মাজি নমকিন ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তাঁর সঙ্গে ছিলেন পরেশ রাওয়াল, জুঁই চাওলা, প্রমুখ।