মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের জয়ে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন রিঙ্কু সিং। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন।
উল্লেখযোগ্য বিষয় হল, ম্যাচের শেষে রিঙ্কু সিংকে জোড়া থাপ্পড় হজম করতে হয়। খেলার শেষে দু'দলের ক্রিকেটাররা যখন নিজেদের মধ্যে গল্প গুজবে ব্যস্ত, ঠিক তখন আচমকাই রিঙ্কু সিংয়ের গালে চড় মারেন দিল্লির তারকা স্পিনার কুলদীপ যাদব। একবার নয়, বরং পরপর ২ বার রিঙ্কুকে থাপ্পড় মারেন কুলদীপ।
যদিও আইপিএলের মঞ্চে এস শ্রীসন্তকে যে রকম থাপ্পড় মেরেছিলেন হরভজন সিং, এটা ঠিক তেমন থাপ্পড় নয়। নিতান্ত মজার ছলেই রিঙ্কুর গালে চড় কষান কুলদীপ। আচমকাই কুলদীপ হাত চালিয়ে দেওয়ায় রিঙ্কু অপ্রস্তুত হয়ে পড়েন। তবে দ্বিতীয়বার চড় খাওয়ার পরে রিঙ্কু সিংকে রীতিমতো গম্ভীর দেখায়।
রিঙ্কুকে রেগে যেতে দেখেই নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন যে, হাসি-ঠাট্টা হলেও ক্যামেরার সামনে কুলদীপের এরকম আরচণ কতটা যুক্তিযুক্ত। দিল্লির স্পিনার এক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছেন বলেও দাবি করছেন নেটিজেনদের একাংশ। এমনকি তাঁকে নির্বাসিত করার দাবিও উঠতে শুরু করেছে।