রোহিত শর্মা যেন হাসিখুশি থাকার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ক্রিকেট মাঠে যখনই হিটম্যান নামেন হয় তিনি নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে মানুষকে আনন্দ দেন। নাহলে অধিনায়কত্ব করার সময় নিজের ট্রেডমার্ক সব ডায়লগ দিয়ে ফিল্ডারদের উজ্জ্বীবিত করার পাশাপাশি সমর্থকদেরও মন জিতে নেন। বিতর্কের থেকে শত হাত দূরে থাকা এই মুম্বইকর তাই সকলের খুব কাছের মানুষ।
দেখতে দেখতে আরও একটা বসন্ত পার করে ফেললেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক পা দিলেন ৩৯ বছর বয়সে। টিম ইন্ডিয়ার অধিনায়ক গত এক বছরে জিতেছেন জোড়া আইসিসির ট্রফি। আগামী বছরটাও যেন তাঁর অধিনায়কত্বের মেয়াদ থাকুক সোনায় মোড়ানো, জন্মদিনে রোহিতকে এই আশীর্বাদই করলেন সকলে।
অবশ্য হিটম্যানকে হিটম্যানের স্টাইলেও উইশ করলেন সকলে। এই যেমন স্টার স্পোর্টসের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হল হিটম্যানকে শুভেচ্ছা জানাতে। সেই ভিডিয়োতে দেখা গেল সুরেশ রায়না, সঙ্গয় বাঙ্গার, অম্বতি রায়াডুর মতো প্রাক্তনীদের, যারা বিভিন্ন সময় রোহিতের সঙ্গে ভারতীয় দলে সময় কাটিয়েছেন। তাঁরা কিন্তু যতীন সাপ্রুর মতোই, একদম মজার ঢংয়ে হিটম্যানকে উইশ করলেন।
যুবির বার্তা হিটম্যানকে
এদিকে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিংও ভারতীয় দলের অধিনায়ককে ভাসালেন জন্মদিনের শুভেচ্ছায়। কাপুর অ্যান্ড সনস সিনেমার অত্যন্ত জনপ্রিয় গান, লেটস নাচোর ব্যাকগ্রাউন্ড মিউজিকে রোহিতের সঙ্গে নিজের বেশ কিছু ছবির কোল্যাজ দিয়েই এদিন নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করে হিটম্যানকে শুভেচ্ছা জানালেন যুবরাজ। সঙ্গে লিখলেন, ‘কেউ রেকর্ড তৈরি করে, কেউ উত্তরাধিকারত্ব তৈরি করে, কিন্তু আমার ভাই দুটোই করেছে। আশা করব, আসন্ন একটা বছর অত্যন্ত ভালো যাবে রোহিতের। হ্যাপি বার্থডে। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য ’।
মজাদার ভিডিয়োতে রোহিতকে জন্মদিনের শুভেচ্ছা
স্টার স্পোর্টসের তরফে বিশ্লেষক এবং ধারাবাভ্য়কাররা রোহিতের জন্মদিনে মজাদার এক ভিডিয়ো তৈরি করলেন। সেখানে সকলকে বলতে শোনা গেল রোহিতের মুখের চেনা দুই শব্দ ‘ গার্ডেন এবং Woh ’। এরপর ইয়ন মরগ্যান থেকে হরভজন সিং, অম্বতি রায়াডু থেকে পীযুশ চাওলা, সকলেই রোহিতকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। স্রেফ মাঠের ভিতরেই নয়, মাঠের বাইরেও সদ্যজাত সন্তান এবং সামাইরা, রিতিকার সঙ্গেও তাঁর আগামী একটা বছর খুব আনন্দে কাটুক, কামনা করলেন সকলে।
বোর্ডের তরফে রোহিতকে শুভেচ্ছা
বিসিসিআইয়ের তরফেও ভারত অধিনায়ককে শুভেচ্ছা জানানো হয় তাঁর আন্তর্জাতিক পরিসংখ্যান তুলে ধরে। সেখানে লেখা হয়, ‘৪৯৯ ম্যাচ, ১৯৭০০ রান, ৪৯টি শতরানের মালিক, ২০০৭ আইসিসি টি২০ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীকে জন্মদিনে শুভেচ্ছা। ২০২৪ আইসিসি টি২০ বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পাশাপাশি তিনি একমাত্র ক্রিকেটার যিনি ওডিআইতে তিনটি দ্বিশতরান করেছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ’।