বুধবার (৩০ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্স তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা একটি নতুন ভিডিয়োর মাধ্যমে রিঙ্কু সিং এবং কুলদীপ যাদবের মধ্যে কী ঘটেছিল, সেটা স্পষ্ট করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) কোটলায় দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর ম্যাচের পর নাইট ব্যাটসম্যান রিঙ্কু সিং এবং দিল্লির স্পিনার কুলদীপ যাদবের মধ্যে বিরোধের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তা উড়িয়ে দিয়েছে কেকেআর। তারা একটি মজার ক্যাপশন দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছে, যেখানে দেখা গিয়েছে, শুরুতেই রিঙ্কুকে চড় মারছেন কুলদীপ, সেই সব খবরের হেডিং। তার পর দুই তারকার মধ্যে আসল সম্পর্ক কী, সেটাই দেখা গিয়েছে এই ভিডিয়োতে।
ডিসির বিরুদ্ধে কেকেআর-এর ১৪ রানের জয়ের পর, ভারতীয় ক্রিকেট সতীর্থ কুলদীপ যাদব এবং রিঙ্কু সিংয়ের মধ্যে একটি চাঞ্চল্যকর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। ম্যাচ-পরবর্তী কথোপকথনের সময় রিঙ্কুকে দু'বার কুলদীপ চড় মারেন। আর সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর, ভক্তদের জল্পনার বিষয় হয়ে দাঁড়ায়। কেউ এটা হালকা ভাবে নিয়েছে, কেউ রেগে গিয়েছে, কেউ বিতর্ক তৈরি করেছেয আসলে কুলদীপ প্রথম চড়টি মারার পর রিঙ্কুর অভিব্যক্তি ভক্তদের বিশ্বাস করতে বাধ্য করে যে, দুই ক্রিকেটারের মধ্যে গুরুতর কিছু আছে।
তবে, কেকেআর কুলদীপ এবং রিঙ্কুর একটি নতুন ভিডিয়ো পোস্ট করেছে, যার ক্যাপশনে লেখা, ‘মিডিয়া (চাঞ্চল্য) বনাম (বন্ধুদের মধ্যে) বাস্তবতা! গভীর বন্ধুত্বের কৃতিত্ব। আমাদের প্রতিভাবান ইউপি-র ছেলেরা।’ এই ভিডিয়োর মাধ্যমে কুলদীপ এবং রিঙ্কুর মধ্যে বন্ধুত্বের গভীরতার কথাই বলেছে কেকেআর।
মঙ্গলবার খেলার শেষে দু'দলের ক্রিকেটাররা যখন নিজেদের মধ্যে গল্প গুজবে ব্যস্ত, ঠিক তখন আচমকাই রিঙ্কু সিংয়ের গালে চড় মারেন দিল্লির তারকা স্পিনার কুলদীপ যাদব। একবার নয়, বরং পরপর ২ বার রিঙ্কুকে থাপ্পড় মারেন কুলদীপ। যদিও আইপিএলের মঞ্চে এস শ্রীসন্তকে যে রকম থাপ্পড় মেরেছিলেন হরভজন সিং, এটা ঠিক তেমন থাপ্পড়ও ছিল না। নিতান্ত মজার ছলেই রিঙ্কুর গালে চড় মারেন কুলদীপ। আচমকাই কুলদীপ হাত চালিয়ে দেওয়ায় রিঙ্কু অপ্রস্তুত হয়ে পড়েন। তবে দ্বিতীয় বার চড় খাওয়ার পরে রিঙ্কু সিং-কে রীতিমতো গম্ভীর দেখায়।
আর এর পরেই নেটিজেনরা কুলদীপের পিছনে পড়ে যায়। প্রশ্ন তুলতে শুরু করেন যে, হাসি-ঠাট্টা হলেও ক্যামেরার সামনে কুলদীপের এরকম আরচণ কতটা যুক্তিসঙ্গত। দিল্লির স্পিনার এক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছেন বলেও দাবি করছেন নেটিজেনদের একাংশ। এমন কী তাঁকে নির্বাসিত করার দাবিও উঠতে শুরু করেছে। তবে দুই ক্রিকেটার এবং তাদের দল যে বিষয়টি একেবারেই গুরুত্ব সহকারে নেয়নি, তা তো ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে।