গত ২২ এপ্রিল কাশ্মীরে পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রায় এক সপ্তাহ কেটে গেছে। এখনও যেন কিছুতেই মন থেকে ওই ঘটনার কথা মেনে নিতে পারছেন না বহু মানুষ। সবকিছুই যেন সিনেমার মতো লাগছে। ঘুরতে গিয়ে যেভাবে নিরীহ পর্যটকদের প্রাণ চলে গেল, সে কথা ভেবেই যেন শিউরে উঠছেন মানুষ। এবার পহেলগাঁও প্রসঙ্গে কথা বলতে গিয়ে সর্বসমক্ষে কেঁদে ফেললেন ভারতী সিং।
এই মুহূর্তে ভারতী ছুটি কাটাতে দুবাইয়ে আছেন। তবে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গেলেও সব সময় তাঁকে ধাওয়া করে বেড়াচ্ছে কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার দৃশ্যগুলি। খবর অথবা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই যেভাবে চোখের সামনে ফুটে উঠছে খবরগুলি, তাতে আর শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারলেন না ভারতী।
আরও পড়ুন: পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অজিত, কেমন আছেন এখন?
আরও পড়ুন: সানি নয়, ‘জাট’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? দক্ষিণের এক বড় নাম
দুবাই থেকেই একটি ভিডিয়ো পোস্ট করে নিজের মনের কথা সকলের সামনে নিয়ে এলেন ভারতী। তিনি বললেন, ‘গত বেশ কয়েকদিন ভীষণ মন খারাপ। জানি না এই অনুভূতি অন্য কেউ বুঝবেন কিনা। পহেলগাঁওয়ের ভিডিয়োগুলো যতবার দেখছি, ততবার যেন শিউরে উঠছি। কেমন লাগছে ঠিক বলে বোঝাতে পারবো না। সারারাত ধরে শুধু কেঁদেই চলেছি। ছোট ছোট বাচ্চা, ওদের কথা ভেবে আরও কষ্ট হচ্ছে। এসব যেন আর দেখা যাচ্ছে না।’
ভিডিয়োয় ভারতী আরও বলেন, ‘যারা ধনী, প্রচুর সম্পত্তির মালিক তাঁরা বিদেশে ঘুরতে যেতে পারেন। কিন্তু যারা মধ্যবিত্ত বা দরিদ্র, তাদের ঘুরতে যাওয়ার জায়গা মানেই সিমলা, মানালি, কাশ্মীর। এখন যা পরিস্থিতি তাতে মানুষ বাড়ি থেকে বেরোতেই ভয় পাবে। কোথায় যাবে মানুষ?’
আরও পড়ুন: থ্রিলার না কমেডি? তারকা তালিকাতেও রয়েছে বড়সড় চমক? মুক্তি পেল অক্ষয় কুমারের ‘হাউজফুল ৫’-এর টিজার
আরও পড়ুন: ‘মাত্র ৭০০ জন!', মেলবোর্নে কম দর্শক দেখেই কী মঞ্চে উঠতে চাননি নেহা? এল নতুন তথ্য
ছোটবেলার স্মৃতি তুলে ধরে ভারতী বলেন, ‘ছোটবেলায় যখন আমার পরিবারের অবস্থা ভালো ছিল না তখন আমরা বেড়াতে যাওয়ার জায়গা মানেই বুঝলাম বৈষ্ণোদেবী মন্দির। প্রতিবছর অপেক্ষা করে থাকতাম ঘুরতে যাওয়ার জন্য। তবে শুধু আমরা কেন, আমাদের মতো অনেক মানুষ আছেন যারা সারা বছর এই ভাবেই ঘুরতে যান। ভীষণ ভয় লাগছে। দয়া করে শান্তি বজায় রাখুন।’
প্রসঙ্গত, সম্প্রতি একটি সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন ভারতী। লক্ষ্য এখন অনেকটাই বড়, তাই এটাই তাঁর কাছে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সঠিক সময়। তবে এবার ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন যাতে কন্যা সন্তানের মা হতে পারেন তিনি। যদিও এই মুহূর্তে তিনি যে অন্তঃসত্ত্বা নন, সেটাও স্পষ্ট করে দিয়েছেন এই কমেডিয়ান।