চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি কি পরের মরশুমে আইপিএলে খেলবেন? এই প্রশ্ন নিয়ে নিয়মিত কাটাছেঁড়া চলছে। ধোনিকে প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। বুধবার (৩০ এপ্রিল) আইপিএল ২০২৫-এর ৪৯তম ম্যাচের আগে একই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন এমএস। আর এদিন নিজের অবসর নিয়ে ধোনি সকলকে চমকে দেওয়ার মতোই জবাব দিয়েছেন।
অবসর নিয়ে ধোনি কী বললেন?
চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংসের মধ্যে ম্যাচের আগে টসের সময়, যখন ধোনিকে তাঁর ভবিষ্যৎ এবং বিশেষ করে পরবর্তী আইপিএল মরশুম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘ক্যাপ্টেন কুল’ দেরী না করে তৎক্ষণাৎ বলে দেন যে, এই মুহূর্তে তিনি জানেন না যে, তিনি পরবর্তী ম্যাচ খেলবেন কিনা।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে এদিন টস হারেন ধোনি। টসের পর তিনি কথা বলতে এলে, ধারাভাষ্যকার ড্যানি মরিসন তাঁকে তাঁর আইপিএল ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করেন। মরিসন বলেন, ‘এর মানে কি তুমি পরের মরশুমেও ফিরছো?’ ধোনি কোনও বিলম্ব না করেই এই প্রশ্নের জবাবে বলেন, ‘পরবর্তী ম্যাচে আমি খেলব কিনা, সেটাই এখনও ঠিক হয়নি।’ এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ধোনি হাসতে শুরু করেন। মরিসনও তাঁর হাসি নিয়ন্ত্রণ করতে পারলেন না।
যদিও ধোনি মজা করে এই কথাটি বলেছেন ঠিকই, কিন্তু প্রতি বারের মতো এবারও তাঁর বক্তব্য ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এখন ভক্তদের মনে সব সময়ে এই ভয় কাজ করে যে, ধোনি হয়তো মাঝ পথেই হঠাৎ আইপিএল থেকে অবসর নেবেন। তবে, এই মরশুমে চেন্নাইয়ের যা পরিস্থিতি এবং অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কথা বিবেচনা করার পর মনে হয় না, মরশুমের মাঝপথে ধোনি সরে দাঁড়াবেন! হয়তো এবার পুরো মরশুমই খেলবেন মাহি।