যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের পুজোর আয়োজন করা হল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ইন্দ্রানী পার্কের অফিসের দালানে। এমনই দাবি করা হল রিপোর্টে। এদিকে আরও দাবি করা হয়েছে, সেই পুজোর সময় মঞ্চে থাকবেন ছাত্রনেতা সাব্বির আলি। অভিযোগ উঠেছে, কলেজ ক্যাম্পাসে জায়গা পাওয়া যায়নি। তাই মন্ত্রীর অফিসের সামনে এই পুজোর আয়োজ করা হয়েছে। এই নিয়ে অভিযোগের আঙুল উঠেছে কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুমারের দিকেই। (আরও পড়ুন: সরস্বতী পুজোয় 'বাধা' দেওয়ার অভিযোগ আরও এক কলেজে, প্রতিবাদে সরব TMCP)
আরও পড়ুন: নির্দেশ এল স্পিকারের... সংসদে পেশ হবে ওয়াকফ যৌথ কমিটির রিপোর্ট এবং যাবতীয় প্রমাণ
উল্লেখ্য, এর আগে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের সরস্বতী পুজোর বিতর্কের জল গড়িয়েছিল হাই কোর্টে। উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, ক্যাম্পাসেই পুজো করতে হবে। এর জন্যে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় পুলিশকে। তবে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অতনু মণ্ডল টিভি৯ বাংলাকে বলেন, 'কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুমার রায় হলেন বিজেপির দালাল। উনি পুজো করতে দিচ্ছেন না। সেই কারণে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছাত্র-ছাত্রীরা মিলে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ইউনিটের সাহায্যে আমাদের পুজো করছি। আর একজনের নামে যেভাবে অপ্রচার করা হচ্ছে সেটা বন্ধ করা হোক।' (আরও পড়ুন: ইউনুসের বাংলাদেশের জন্যে বাজেটে কত বরাদ্দ ভারতের? গতবারের তুলনায় বাড়ল না কমল?)
আরও পড়ুন: শিয়রে ভোট, কেন্দ্রীয় বাজেট থেকে এহেন দিল্লি কত টাকা পাচ্ছে?