আইপিএল ২০২৫-এ, খেলোয়াড়দের আহত হওয়ার এবং টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। এবার এই তালিকায় নতুন একটি নাম যুক্ত হয়েছে। পঞ্জাব কিংসের তারকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ের এসে বড় চোটের কবলে পড়েছেন এবং টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের ঠিক আগে ম্যাক্সওয়েলের চোট নিয়ে মুখ খোলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রীতি জিন্টার দল মেগা নিলামে ম্যাক্সওয়েলের জন্য ৪.২ কোটি টাকা খরচ করেছিল। সেটা কার্যত জলেই গেল।
ম্যাক্সওয়েলকে নিয়ে বড় তথ্য দিলেন ক্যাপ্টেন আইয়ার
এই মরশুমে এমনিতেই ছন্দে ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ফর্ম নিয়ে প্রবল সমালোচনাও হচ্ছিল। এমন পরিস্থিতিতে বুধবার (৩০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে খারাপ ফর্ম সত্ত্বেও, ম্যাক্সিকে খেলানো হয় কিনা, তা নিয়ে বিশাল কৌতুহল ছিল সকলের মধ্যে। কিন্তু দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর জানান, ম্যাক্সওয়েলের চোটের কথা। তিনি বলেন, অজি তারকার আঙুলে ফ্র্যাকচার হয়েছে এবং তিনি আর খেলতে পারবেন না। যদিও ম্যাক্সওয়েলের আইপিএল থেকে ছিটকে যাওয়ার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে টসের সময়ে শ্রেয়স আইয়ার পরিষ্কার করে বলে দেন, ‘দুর্ভাগ্যবশত ওর (ম্যাক্সওয়েল) আঙুলে ফ্র্যাকচার হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রতিস্থাপনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
শ্রেয়সের কথার মানেই হল, ম্যাক্সওয়েল এখন এই টুর্নামেন্টে খেলতে পারবেন না, তবে প্রশ্ন হল তাঁর জায়গায় অন্য কোনও খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হবে কিনা! এই মরশুমে ম্যাক্সওয়েলের পারফরম্যান্স বিবেচনা করলে, দলের অবশ্যই একজন বদলি খেলোয়াড়ের প্রয়োজন হবে।
ম্যাক্সওয়েলের পারফরম্যান্স কেমন ছিল?
মেগা নিলামে ম্যাক্সওয়েলকে ৪.২ কোটি টাকায় কিনেছিল পঞ্জাব কিংস, যেটা তাঁর আগের বেতনের তুলনায় প্রায় ১০ কোটি টাকা কম। তবে, এই মরশুমে তাঁর পারফরম্যান্স গত বছরের মতোই রয়ে গিয়েছে। তিনি কোন জাদু দেখাতে পারেননি, বিশেষ করে ব্যাট হাতে। ধারাবাহিক ভাবে খারাপ পারফরম্যান্স ছিল ম্যাক্সির। এই মরশুমে মাত্র ৭টি ম্যাচ খেলছেন তিনি। আর এই সাতটি ম্যাচে তাঁর ব্যাট থেকে মাত্র ৪৮ রান এসেছে। সর্বোচ্চ স্কোর ছিল ৩০ রান। বোলিংয়েও তিনি খুব বেশি সাফল্য পাননি এবং ৭ ম্যাচে মাত্র ৪ উইকেট নিতে পেরেছিলেন। তবে তিনি অনেক বার ইকোনমি রেট ভালো রেখে বোলিং করে দলকে জিততে সাহায্য করেছেন।