বাংলা নিউজ > ঘরে বাইরে > India's step against Canadian Police Officer: আরও কড়া ভারত, পলাতক সন্ত্রাসবাদীদের তালিকায় কানাডার পুলিশ আধিকারিকের নাম
পরবর্তী খবর
ভারত ও কানাডার কুটনৈতিক সম্পর্কে বিশাল বড় ফাটল ধরেছে। কানাডায় খলিস্তানি জঙ্গি খুনের ঘটনায় ভারত সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার। আর এই পরিস্থিতিতে এবার কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির এক আধিকারিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মামলা করেছে। রিপোর্ট অনুযায়ী, কানাডিয়ান বর্ডার পুলিশের আধিকারিক সন্দীপ সিং সিন্ধুকে পলাতক সন্ত্রাসবাদীদের তালিকায় যুক্ত করেছে ভারত। (আরও পড়ুন: 'কানাডায় বাকি ভারতীয় কুটনীতিকরা…', সংঘাতের মাঝেই বড় হুঁশিয়ারি ট্রুডোর মন্ত্রীর)