বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ জামানের উপস্থিতিতে বাংলাদেশের সেনার ভূয়সী প্রশংসা উঠে এল মহম্মদ ইউনুসের তরফে। কিছু দিন আগেও বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে ঘিরে অভ্যুত্থান সম্পর্কিত নানা জল্পনা উঠে আসছিল। তবে সেই অধ্যায়কে পিছনে রেখে এদিনের অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার তরফে এল বাংলাদেশের সেনা বাহিনীর ভূয়সী প্রশংসা।
সদ্য পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকেছে। এদিকে, পাকিস্তানের সঙ্গে সদ্য হাসিনা পরবর্তী আমলের বাংলাদেশের সখ্যতা বেড়েছে। অন্যদিকে, পাকিস্তানের এক মন্ত্রী গতকাল রাত ২ টো এক প্রেস কনফারেন্সে আশঙ্কা প্রকাশ করেছেন যে, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত, হামলা করতে পারে পাকিস্তানে। এদিকে ভারতের সেনার ৩ প্রধানের সঙ্গে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। তারই মাঝে বাংলাদেশের সেনার প্রশংসা শোনা গেল সেদেশের প্রধান উপদেষ্টার কণ্ঠে।
বাংলাদেশের তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশের সেনার ভূয়সী প্রশংসা করেন সেদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দেয়া অনুষ্ঠানে তিনি বাংলাদেশের সেনার প্রতি দেন বড় বার্তা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বলেন,'বন্যা বেড়ে যাচ্ছিল। সবাই ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি, সাহায্যের জন্য সারা দেশ ঝাঁপিয়ে পড়েছিল। এটা যে কত বড় বন্যা ছিল, তা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। বন্যায় যারা বাড়িঘর হারিয়েছিল, তাঁদের কোথাও যাওয়ার জায়গা ছিল না।' অনুষ্ঠানে ইউনুস বলেন,'নানাভাবে প্রস্তাব আসছিল, বাড়ির জন্য টাকা দিতে হবে। টাকা দেয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিয়েছিলাম। টাকা দিতে গেলে এই টাকার ভাগ-বাঁটোয়ারা অনেক রকম হয়ে যাবে। যারা প্রাপ্য, তাদের হাতে পৌঁছাবে না। তখন প্রস্তাব এসেছিল আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করার।' একই সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন,' সেই প্রকল্পের বিষয়ে জানা ছিল না, তবে নামটা জানা ছিল। তখন ভাবলাম যে এটা কী করা যায়। পরে জানলাম, এটা সেনাবাহিনী করবে। তখন স্বস্তি পেলাম,আসলে টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে।' এই বাড়ি নির্মাণের জন্য টাকার সঠিক ব্যবহার হয়েছে দেখে স্বস্তি প্রকাশ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি বলছেন,' ভালো লাগছে যে, টাকাটার সঠিক ব্যবহার হয়েছে। ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার করা হলেও গুণগতমান ঠিক হয় না। আজকে গুণগতমানের ব্যাপারেও আশ্বস্ত হলাম।'
শুধু আস্বস্ত হওয়াই নয়। অর্ধেক টাকাতে কাজটা সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মহম্মদ ইউনুস। তিনি বলেন,' আমরা যে টাকা দিয়েছিলাম, তার অর্ধেক টাকাতে কাজটা হয়েছে। উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয়, তার দ্বিগুণ চাওয়া হয়। এখানে যা দেওয়া আছে, তার অর্ধেক ব্যবহার হয়েছে। একটা আনন্দের খবর।'