অক্ষয় তৃতীয়ায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে মন্দিরের দেওয়াল ধসে পড়ে ৮ মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। আহত বহু। বুধবার শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে সাড়ম্বরে পালিত হচ্ছিল চন্দনোৎসব। সেই উপলক্ষ্যে মন্দিরে জমায়েত হয়েছিলেন বহু ভক্ত। আচমকা মন্দিরের ২০ ফুট লম্বা একটা অংশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দ বিষাদে পরিণত হয়। আর এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ক্ষতিপূরণেরও ঘোষণা করেছেন তিনি।
জানা গেছে, বুধবার ভোররাত থেকে চন্দনোৎসব শুরু হয়। সেই সময় মন্দিরে বহু ভক্ত উপস্থিত ছিলেন। হঠাৎ মন্দিরের ২০ ফুট লম্বা একটা অংশ ভেঙে পড়ে এবং অনেকে গুরুতর আহত হন। খবর পেয়েই ঘটনাস্থলে এনডিআরএফ এবং এসডিআরএফ পৌঁছয়। উদ্ধারকাজ শুরু করে। অন্ধ্রপ্রদেশের মন্ত্রী বাংলাপুড়ি অনিতাও ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, সরকার দ্রুত উদ্ধার কাজ শেষ করার চেষ্টা করেছে।' এসডিআরএফ-এর এক জওয়ান জানান, 'এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাই।' জানা গিয়েছে, দুর্ঘটনার কিছু সময় আগে এলাকায় বৃষ্টি হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান, টানা বৃষ্টির ফলে মন্দিরের প্রাচীর দুর্বল হয়ে পড়েছিল এবং তার জেরেই এই দুর্ঘটনা।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, 'অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে দেওয়াল ধসে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন।' এরপরেই প্রধানমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। পাশাপাশি আহতদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
অন্দ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। দেওয়াল ধসের ঘটনার তদন্তের জন্য মুখ্যমন্ত্রী তিন সদস্যের একটি সরকারি কমিটিও গঠন করেছেন।