নিরাপত্তার কারণে কলকাতার আদালতে হাজির করা গেল না জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলকে। শনিবার তাকে কলকাতার আদালতে হাজির করানোর কথা ছিল। তবে তাকে হাজির করতে না পারায় তার অনুপস্থিতেই মামলার শুনানি হয়। বর্তমানে তেলাঙ্গানার এক সংশোধনাগারে নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়েছে এই জঙ্গিকে। নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানকার সংশোধনাগার কর্তৃপক্ষ এই জঙ্গিকে কলকাতায় আনার অনুমতি দেয়নি। চলতি সপ্তাহেই এই মামলার রায় ঘোষণা করতে পারে আদালত। একাধিক জঙ্গি কার্যকলাপের কাজের অভিযোগ আছে এই ইয়াসিন ভাটকলের বিরুদ্ধে। সব মিলিয়ে ৪০ টিরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে একটি মামলা চলছে হায়দরবাদের বিশেষ এনআইএ আদালতে। ২০১৬ সালে ওই আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিল। ২০১৩ সালের ২৮ আগস্ট এনআইএর হাতে গ্রেফতার হয়েছিল ইয়াসিন ভাটকল। এরইমধ্যে ২০১৩ সালেই কলকাতার বিবাদীবাগ থেকে আনোয়ার হোসেন মল্লিক নামে নদিয়ার চকদাহের এক বাসিন্দাকে গ্রেফতার করে এসটিএফ। পরে বাংলাদেশের বাসিন্দা জাহিদকেও জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছে তারা। তাদেরকে জিজ্ঞাসা করার পরেই এসটিএফ জানতে পারে ঘটনার পিছনে মূল ষড়যন্ত্রী হল ইয়াসিন ভাটকল। একাধিক বিস্ফোরণের সঙ্গে জড়িয়ে রয়েছে ইয়াসিন ভাটকল। যার মধ্যে মুম্বই, হায়দরাবাদ, দিল্লি, জার্মান বেকারি প্রভৃতি এলাকায় একের পর এক সিরিয়াল ব্লাস্টে নাম জড়িয়েছে এই ইয়াসিন ভাটকলের। যদিও অভিযুক্তদের আইনজীবী ফজলে আহমেদ খান এই দাবি মানতে রাজি নন। তার বক্তব্য, তাদের মক্কেলদের ফাঁসানো হয়েছে।