CJI UU Lalit unknown facts: প্রধান বিচারপতি ইউইউ ললিত এককালে কিনেছিলেন একটি অডি গাড়ি, কী ঘটেছিল? কিছু অজানা কথা একনজরে Updated: 28 Aug 2022, 09:57 AM IST Sritama Mitra দেশের আইন ব্যবস্থার বিভিন্ন সরু রাস্তা, চড়াই উতরাইয়ের চ্যালেঞ্জ এবার ইউইউ ললিতের হাতে। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন ইউ ইউ ললিত। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী সহ বিশিষ্টরা।