সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পাকিস্তান নিয়ে ভিডিয়ো পোস্ট করেছিল বিজেপি। আর সেখানেই ভারতের ভুল মানচিত্র দেখানো হয়েছে বলে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ। অনেকেই স্ক্রিনশট তুলে ওই ভিডিয়োর নীচেই বলতে থাকেন যে ভারতের ভুল মানচিত্র দেখানো হয়েছে। তাঁরা দাবি করেন, ভারতের বিকৃত মানচিত্র দেখানো হয়েছে ভিডিয়োয়। শুরু হয় বিতর্ক। নেটিজেনদের একাংশ চাঁচাছোলা ভাষায় আক্রমণও শানাতে থাকেন। আর সেই বিতর্কের মুখে পোস্ট করার মেরেকেটে ঘণ্টাখানেকের মধ্যে সেই ভিডিয়ো মুছে দিল বিজেপি (@BJP4India - সর্বভারতীয় বিজেপির এক্স অ্যাকাউন্ট)। যদিও বিষয়টি নিয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি। পরবর্তীতে শুধু একটি সংবাদমাধ্যমের ভিডিয়ো পোস্ট করা হয় বিজেপির 'এক্স' অ্যাকাউন্ট থেকে।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে
আর সেই বিতর্ক এমন একটা সময় শুরু হয়, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জনের (২৫ জন ভারতীয় এবং একজন নেপালি) মৃত্যুর পরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত।
আরও পড়ুন: সন্ত্রাস নিয়ে পাক মন্ত্রীর ‘৩ দশক ধরে নোংরা কাজ’ মন্তব্যে প্রশ্ন যেতেই ট্রাম্প প্রশাসন বলল…
৩ বাহিনীকে অ্যাকশনের পুরো স্বাধীনতা দিয়েছেন মোদী
শুধু তাই নয়, জঙ্গি-নিধন অভিযানও শুরু করা হয়েছে। জঙ্গিদের খোঁজে একের পর এক অভিযান চলছে। সেইসঙ্গে মঙ্গলবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে ভারতের তিন সামরিক বাহিনীর প্রধানকে পহেলগাঁও হামলার বদলা নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: কাশ্মীরের জঙ্গলে কি লুকিয়ে রয়েছে পহেলগাঁও জঙ্গি হাশিম মুসা? বিস্ফোরক তথ্য রিপোর্টে
সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহানের উপস্থিতিতেই ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠীকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন যে যখন খুশি, যেরকম কিছু, যে কোনওভাবে 'অ্যাকশন' নিতে পারবে তিন বাহিনী। কীভাবে পরিকল্পনা করা হবে, কীভাবে ‘মিশন’ চালানো হবে, সে বিষয়েও তিন বাহিনীকে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেন মোদী।
পাকিস্তানের অন্দরে কাঁপুনি ধরে গিয়েছে?
আর তারপরই পাকিস্তানের শীর্ষ মহলে কাঁপুনি ধরে গিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ তো কোনওরকম রাখঢাক না করে আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারতের সঙ্গে সংঘাতের ভয় বাড়ছে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তিনি জানিয়েছেন যে অনেক দেশই উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। কিন্তু যত সময় অতিবাহিত হচ্ছে, তত সংঘাতের পরিস্থিতি বাড়ছে। সেটা কমছে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী।