জলবায়ু পরিবর্তনের জের এবার সহ্য করতে হচ্ছে ধানকেও। ধানের মধ্যে বাড়ছে আর্সেনিকের পরিমাণ। যার জেরে গুরুতর ক্যানসার হওয়ার আশঙ্কা বাড়ছে। সম্প্রতি ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় দেখা গিয়েছে, ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধির জেরে মাটির গঠনগত পরিবর্তন হচ্ছে। আর এই বদলের জেরেই আর্সেনিকের মতো ভারী ধাতু প্রশ্রয় পাচ্ছে।
আরও পড়ুন - লোহা লক্করের কাজ করতে করতে লৌহকঠিন প্রতিজ্ঞায় সফল স্মিত, ইউপিএসসিতে র্যাংক ৩০
গবেষকদের কথায়, এই ধরনের আর্সেনিক আমাদের শরীরে প্রবেশ করে ছোটখাটো শরীর খারাপ ঘটাবে তা কিন্তু নয়। বরং ক্যানসারের মতো গুরুতর রোগে আক্রান্ত হতে পারেন এশিয়ানরা। ২০৫০ সালের মধ্যে এই আশঙ্কা অনেকটাই বেড়ে যাবে বলে মত গবেষকদের। ৭ এশিয়ান দেশের উপর এই গবেষণা করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। ভারত, বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড এবং ভিয়েতনাম এই তালিকায়।