প্রতিবারের মতোই এবারের মাধ্যমিকেও ভালো ফল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। এবছর প্রথম দশের মেধাতালিকার মধ্যে রয়েছে এই স্কুলেরই দুই পড়ুয়া। তাদের মধ্যে ৬৯১ নম্বর পেয়ে পঞ্চম হয়েছে সোমতীর্থ করণ। আর ৬৮৮ পেয়ে অষ্টম স্থান দখল করেছে পুষ্পক রত্নম।
লক্ষ্যণীয় বিষয় হল, ঝরঝরে বাংলায় কথা বলা পুষ্পক রত্নম কিন্তু আদতে বিহারের নালন্দার বাসিন্দা। শুধুমাত্র পড়াশোনা করার জন্যই বাংলায় থাকা তার। পুষ্পক মনে করে, রামকৃষ্ণ মিশনের নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমই তাকে সাফল্য এনে দিয়েছে।
সংবাদমাধ্যমকে পুষ্পক জানিয়েছে, তার দুই দাদাও এই স্কুলেরই ছাত্র ছিলেন। তাঁদের মধ্য়ে একজন ১৯৯৮ সাল এবং অন্যজন ২০১৪ সালে মাধ্যমিক পাশ করেন। আত্মীয় ও পরিবারের সদস্যরাই পুষ্পকের বাবা-মাকে পরামর্শ দিয়েছিলেন, তাঁরা যেন ছেলেকে এই স্কুলেই ভর্তি করান। সেই মতোই ক্লাস ফাইভ থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছে পুষ্পক।
সে জানিয়েছে, তাদের খুবই নিয়ম মেনে চলতে হয়। দিন শুরু হয় সকালের প্রার্থনা দিয়ে। তারপর থেকেই মিশনের নিয়ম অনুসারে রোজের পড়াশোনা চলে। ক্লাসরুমে পড়াশোনার পাশাপাশি রোজ রাত ১১টা পর্যন্ত নাইট স্টাডি করে পুষ্পক। অঙ্ক এবং বায়োলজি পুষ্পকের সবথেকে পছন্দের বিষয়। সে চায় বড় হয়ে চিকিৎসক হতে। আর ভালোবাসে চিকেন বিরিয়ানি খেতে। সেইসঙ্গে ক্রিকেটও পুষ্পকের পছন্দের বিষয়।