বর্তমানে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চলছে ২০২৫ সালের ওয়েভস সামিট। সেখানেই প্রথম দিন একটি আলোচনায় অংশ নিয়েছিলেন শাহরুখ খান। তাঁর সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন, করণ জোহর। সেখানেই কিং খা বলিউডের এই নেপো কিড বনাম আউটসাইডার যে বিতর্ক চলে সেটা নিয়ে মুখ খুললেন। কী জানালেন?
আরও পড়ুন: ‘নিজের বাড়িতে নিজেই মজার পাত্র’, বাবা বকলে পাত্তা দেন না সুহানা-আরিয়ান! শাহরুখ গলায় অভিযোগের সুর?
কী ঘটেছে?
এদিন শাহরুখ যে আলোচনায় অংশ নিয়েছিলেন সেই আলোচনার বিষয় ছিল দ্য জার্নি: ফ্রম আউটসাইডার টু রুলার। সেখানেই বাইরে থেকে এসে, প্রায় কোনও ফিল্ম ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও বর্তমানে বলিউডে প্রায় রাজত্ব করছেন এমন দুই অভিনেতা অভিনেত্রী ছিলেন। বলাই বাহুল্য তাঁরা দুজন শাহরুখ এবং দীপিকা। এই আলোচনাতেই কিং খান বুঝিয়ে দেন যে কোনও ফিল্ডে প্রতিষ্ঠিত হতে গেলে কী দরকার। কিং খানের কথায়, 'আমি একটা কথা স্পষ্ট করে দিতে চাই যে, কিছু শব্দ যেমন ক্ষুধা, চেষ্টা, স্বপ্ন এবং কঠিন পরিশ্রমকে অনেক সময়ই রোম্যান্টাসাইজ করা হয়। অনেকে বলে আমি ক্ষুধার্থ ছিলাম, অনেক লড়াই করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। কিন্তু এগুলো বাড়িয়ে বলা।'
কিং খানের মতে কে বাইরে দিয়ে এসেছে, কে নেপো কিড এগুলোতে কিছু যায় আসে না। শাহরুখ খান এদিন বলেন, 'আমার এই ভিতরকার, বাইরের এই বিভাজনে আপত্তি আছে। আমার মনে হয় এগুলো জরুরি নয়। আপনি কোথা থেকে আসছেন সেটা জরুরি নয়। যেটা ম্যাটার করে সেটা হল আপনি কোন দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আর মাটি কামড়ে সেটার জন্য পড়ে আছেন কিনা। এই দুনিয়াটা ব্যবসা, রাজনীতি অভিনয় যা খুশি হতে পারে।'
শাহরুখের মতে বলিউড বা বৃহত্তর ভাবে বললে ফিল্ম ইন্ডাস্ট্রি দুই হাত খুলে তাঁকে স্বাগত জানিয়েছিল, বুঝিয়েছিল এটাই তাঁর দুনিয়া। এটাই তাঁর ইন্ডাস্ট্রি।
প্রসঙ্গত, শাহরুখ খানকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছে ২০২৩ সালে। আগামীতে কিং খানকে দেখা যাবে কিং ছবিতে। শোনা যাচ্ছে সেখানে শাহরুখের সঙ্গে থাকবেন দীপিকাও।