এশিয়া মহাদেশে পরিযায়ী শ্রমিকদের অভিবাসন নিয়ে তিনদিনের আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করল এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া ‘মাইগ্র্যান্ট এশিয়া: ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাইগ্র্যান্টস ইন দ্য মেকিং অফ এশিয়া’ এই অনুষ্ঠানে ৬০ জনেরও বেশি অধ্যাপক, গবেষকরা অংশগ্রহণ করেন। এশিয়ার বিভিন্ন শহর, তার শ্রম ব্যবস্থা, সামাজিক কাঠামো এবং রাজনৈতিক-ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা হয়। কীভাবে এই বিষয়গুলি অভিবাসন ব্যবস্থার উপর প্রভাব ফেলছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট গবেষক ও অধ্যাপকরা।

তিনদিনের এই কনফারেন্স আৎওজনের নেপথ্যে ছিল AIT-এর সেন্টার অন জেন্ডার অ্যান্ড ফোর্সড ডিসপ্লেসমেন্ট (CGFD), ইউরোপিয়ান মাস্টার ইন মাইগ্রেশন অ্যান্ড ইন্টারকালচারাল রিলেশনস (EMMIR) এবং মহানির্বান ক্যালকাটা রিসার্চ গ্রুপ (CRG)। সম্মেলনটিকে সমর্থন করে ইউরোপিয়ান এডুকেশন অ্যান্ড কালচারাল একজিকিউটিভ এজেন্সি ও কানডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার।
আরও পড়ুন - পাক ইউটিউবার হানিয়ার জন্য দুশ্চিন্তায় নাজেহাল, শেষমেশ জলের বোতল পাঠাল ভারতীয় ফ্যান, ভাইরাল ভিডিয়ো
উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেন অধ্যাপক নেড রসিটার এবং অধ্যাপক রণবীর সমাদ্দার। অভিবাসন ব্যবস্থাপনায় ডিজিটাল পরিকাঠামোর ভূমিকার কথা উঠে আসে তাঁদের কথায়। শহরাঞ্চলের প্রশাসনে অভিবাসীদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্থানের উপর আলোকপাত করা হয়। অধিবেশনটির সভাপতিত্ব করেন AIT-এর উন্নয়ন ও স্থায়িত্ব বিভাগের (DDS) প্রধান অধ্যাপক মকবুল মোরশেদ আহমেদ।