বিরোধী গোষ্ঠীর নেতা বসে চা খাওয়ায় চায়ের দোকানদারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনা হুগলির খানাকুলের। ঘটনার কথা জানিয়ে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন চা বিক্রেতা খইরুল আসলাম। অভিযোগ অস্বীকার করেছেন খানাকুল ১ নম্বর পঞ্চায়েতের প্রধান বাদশা শাহ।
আরও পড়ুন - ‘যে IPSরা তৃণমূলের হয়ে ইলেক্টোরাল বন্ডে টাকা তুলেছেন তাদের নাম বলুন’
পড়তে থাকুন - জনসংখ্যা প্রায় ২ লক্ষ, জলাজমি ভরিয়ে গজিয়ে ওঠা গুলশন কলোনিতে ভোটার মেরেকেটে ২,৮০০
খানাকুলের কোলেপুকুরে একটি চায়ের দোকান রয়েছে খইরুলের। কয়েকদিন ধরে সেই দোকানে বসে চা খাচ্ছেন তৃণমূলের খানাকুল ১ নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শেখ রাজেশ ও তাঁর অনুগামীরা। স্থানীয় পঞ্চায়েত প্রধান বাদশা শাহের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত রাজেশ। অভিযোগ, সেজন্য প্রধানের কোপে পড়েছেন চা বিক্রেতা খইরুল।
আক্রান্ত চা বিক্রেতার দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর দোকানে তখন প্রচণ্ড ভিড় ছিল। তার মধ্যেই তাঁকে জরুরি ভিত্তিতে তৃণমূল কার্যালয়ে ডেকে পাঠান পঞ্চায়েত প্রধান বাদশা শা। কেন শেখ রাজেশ ও তাঁর অনুগামীদের তিনি তাঁর দোকানে বসতে দিচ্ছেন সেই প্রশ্ন তুলে খইরুলকে ব্যাপক মারধর করেন বাদশার অনুগামীরা। ঘটনায় শনিবার খানাকুল থানায় গিয়ে পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চা বিক্রেতা।
আরও পড়ুন - কল্যাণের দাবি মন্দারমণির হোটেল তৈরি হয়েছে ২০০৯ পর্যন্ত, উপগ্রহ ছবি বলছে অন্য কথা
ঘটনার কথা অস্বীকার করে পঞ্চায়েত প্রধান বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। ফলে কী ঘটেছে জানি না। চা বিক্রেতা তো রাজনীতি করেন না। ফলে তাঁকে মারধর করা হয়ে থাকলে ঠিক কাজ হয়নি।’