শুক্রবার ভারতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান, গায়ক আতিফ আসলাম এবং রাহাত ফতেহ আলি খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি ব্লক করা হয়েছে। হানিয়া আমির, মাহিরা খান এবং আলি জাফরের অ্যাকাউন্টগুলি ব্লক করার ঠিক একদিন পরেই এই পদক্ষেপ করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। তাঁর মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: বিরুষ্কার সঙ্গে ছবি পোস্ট নীতির, উঠে এল অদেখা ছবি! ভামিকা-অকায়রা আছে সেখানে?
তাছাড়াও বেশ কিছু শিল্পীর প্রোফাইল হাইড করে রাখা হয়েছে সানাম সাঈদ, বিলাল আব্বাস, ইকরা আজিজ, ইমরান আব্বাস এবং সজল আলি প্রমুখ।
আরও পড়ুন: 'আমার স্তন চেপে ধরে…', আশ্রম দিয়ে তুলেছেন ঝড়, ট্রেনে শরীরে হাত পড়ে অদিতির
ফাওয়াদ খানের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে
এখন যদি ফাওয়াদ খান, আতিফ আসলাম এবং রাহাত ফাতে আলি খানের অ্যাকাউন্টে খুঁজতে যান, তখনই ইনস্টাগ্রাম জানান দেবে, ‘ভারতে এই অ্যাকাউন্ট উপলব্ধ নেই। এর কারণ হল আমরা এই কন্টেন্টটি সীমাবদ্ধ করার জন্য একটি আইনি অনুরোধ মেনে চলেছি।’
আরও পড়ুন: তাঁকে নির্বাসিত করা হয় দেশ থেকে! অ্যাপ্রন পরা এই লেখিকাকে চিনতে পারছেন?
৩ দিন আগে ভারত সরকার ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল যার মধ্যে রয়েছে ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ এবং জিও নিউজের মতো বিশিষ্ট সংবাদ মাধ্যমও রয়েছে। ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক ভাবে সংবেদনশীল বিষয়বস্তু, মিথ্যা এবং বিভ্রান্তিকর বর্ণনা এবং ভুল তথ্য প্রচারের জন্য চ্যানেলগুলিকে নিষিদ্ধ করা হয়েছিল।
আরও পড়ুন: সাত-আট মাস ধরে কাজ নেই তনিমার হাতে! 'অনেকেই পিছনে লাগছে…', বললেন অভিনেত্রী
ফাওয়াদ খানের আসন্ন ছবি ‘আবির গুলাল’, যেখানে বাণী কাপুরও অভিনয় করেছে সেই ছবিটির মুক্তি আপাতত স্থগিত করা হয়েছে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, ‘পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত ছবি আবির গুলাল ভারতে মুক্তি পাবে না।’ ছবিটি ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল।