আইপিএল থেকে জিতেশ শর্মা নিজের কেরিয়ারে অনেক কিছুই পেয়েছেন। তিনি ভারতীয় দলের হয়েও অভিষেক করেছেন। এরপর ২০২৪ সালের আইপিএলের মেগা নিলামে তাঁকে ১১ কোটি টাকায় দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফিল সল্ট থাকলেও জিতেশই উইকেটের পিছনে দায়িত্ব সামলাচ্ছেন। তিনি সেই কাজে নজরও কেড়েছেন।
তবে এখনও পর্যন্ত বিরাট কোহলির সঙ্গে সেভাবে নিজেকে জড়িয়ে উঠতে পারেননি জিতেশ, একথা জানালেন স্বয়ং বিরাট কোহলি। এবারের আইপিএলে আরসিবির প্র্যাকটিস হোক বা ম্যাচ, অধিকাংস সময়ই কোহলিকে দেখা যাচ্ছে নবাগত তরুণ ক্রিকেটার স্বস্তিক চিকারার সঙ্গে। যদিও বিষয়টি নেটপাড়ায় ট্রোলিংও হচ্ছে। কারণ অনেকেই স্বস্তিকের এই আদিখ্যেতা খুব একটা পছন্দ নয়।
স্বস্তিকে কি বিরক্ত বিরাট?
কদিন আগেই স্বস্তিক ভাইরাল হয়েছিলেন, কারণ তিনি বিরাটকে না বলেই ওর ব্যাগ খুলে পারফিউম বের করে সেটা গায়ে মেখে নিয়েছিলেন। এরপর নিজের জন্মদিনে বিরাট যখন তাঁকে কেক খাওয়াচ্ছিলেন, বিরাটের আঙুল কামড়ে ধরে ছিলেন স্বস্তিক, বিষয়টা দেখে নেটপাড়ায় বেশ মজা হয়েছে। কিছু ক্ষেত্রে তীর্যক মন্তব্যও করা হয়েছে।
স্বস্তিকের সঙ্গে রুম শেয়ার করবেন না কোহলি
এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক ইভেন্টে কোহলির থেকে জানতে চাওয়া হল কোন আরসিবির সতীর্থের সঙ্গে তিনি নিজের ঘর শেয়ার করতে চাইবেন। অর্থাৎ কাকে তিনি রুমমেট বা রুম পার্টনার বানাতে চাইবেন? আর সেখানেই মজাদার উত্তর দিলেন কোহলি। প্রথমেই আরসিবির হয়ে এবারের সর্বোচ্চ রানের মালিক কোহলি নিশ্চিত করে দেন, যে সেই নামটা স্বস্তিক চিকারা হবেন না। বিরাটকে বলতে শোনা যায়, ‘আমি স্বস্তিক চিকারার নাম নেব না, কারণ ও আমায় একা ছাড়তেই চায় না। তাই কোনওভাবেই ওকে চাইব না ’।
জিতেশের মজাদার দিকটি দেখতে চান বিরাট
এরপরই বিরাট কথা তোলেন জিতেশ শর্মাকে নিয়ে। তিনি বলেন, ‘একটা ছেলে আমাদের দলে বেশ মজার,কিন্তু আমার মনে হয় ও এখনও নিজেকে অতটা আমাদের সামনে মেলে ধরেনি। সেটা হচ্ছে জিতেশ। আমি ওর মজাদার দিকটা দেখতে চাইব। কারণ ওর চোখের মধ্যে আমি একটু দুষ্টুমি দেখতে পাই। ও কিন্তু খুবই স্মার্ট ছেলে, সেটা মাঠেই দেখতে পাওয়া যায়। ও বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয় দেখে, তাই ওকে আমি রুমমেট বানাতে পারি ’। প্রসঙ্গত শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চিন্নাস্বামীতে ম্যাচ জিততে পারলেই আরসিবির প্লে অফ কার্যত হাতের মুঠোয় চলে আসবে, তারপরই একটা ম্যাচের জন্য খেলেত দেখা যেতে পারে স্বস্তিক চিকারাকে।