কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ২০২৫ (IPL 2025) এ অধিনায়কত্ব করছেন আজিঙ্কা রাহানে। কিন্তু দলের অবস্থা খুব একটা ভালো নয়। কেকেআরের এবারের সেরা ব্যাটার নিঃসন্দেহে আজিঙ্কা রাহানে। ঘরোয়া ক্রিকেটে মুম্বইকে গত ১ বছরে টানা সাফল্য দেওয়া রাহানে আইপিএলে অধিনায়ক হিসেবে ফ্লপ খেলেও ব্যাট হাতে নিজের ঝলক দেখিয়েছেন। যদিও নাইটদের অধিনায়ক রাহানে এখনও স্বপ্ন দেখেন দেশের জার্সিতে খেলার।
জাতীয় দলের খেলা স্বপ্ন দেখেন রাহানে
২০২৩ সালের শেষবার জাতীয় দলের জার্সিতে টেস্ট ম্যাচ খেলেছিলেন রাহানে। এরপর থেকে তরুণদের সুযোগ দিতে গিয়ে রাহানে এবং পূজারাকে কার্যত বাইরের গেট দেখিয়ে দিয়েছে নির্বাচকরা। যদিও ৩৬ বছর বয়সী মুম্বইকর এখনও স্বপ্ন দেখেন জাতীয় দলে ফিরে সেরাটা দেওয়ার। রাহানে বলছেন, ‘আমি ভারতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেলে খুবই খুশি হব। এখনও আমাদের মধ্যে খেলার ইচ্ছে আর খিদে রয়েছে। ফিটনেসের দিক থেকেও আমি ভালো জায়গায় রয়েছি। তবে আমি আপাতত একটা একটা করে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই, আপাতত আইপিএলেই ফোকাস করছি। এরপর দেখা যাক ভবিষ্যৎে কি হয়। আমি এমন একজন যে কখনই হাল ছেড়ে দিইনা, আর মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। যে বিষয়গুলো হাতে থাকে, সেগুলোর দিকেই নজর দিতে হয়। আমি ঘরোয়া ক্রিকেটে খেলছি, আর আমি আমার খেলা নিজেই উপভোগ করছি ’।
ভাঙা দল নিয়েই জিতিয়ে আসেন BGT
২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভাঙা ভারতীয় দল নিয়েই বর্ডার গাভাসকর ট্রফি জিতে এসেছিলেন অধিনায়ক রাহানে। যদিও এরপর উঠতি তরুণদের সুযোগ দিতে গিয়ে বিসিসিআইয়ের নির্বাচকদের পছন্দের তালিকা থেকে বাদ পড়েন রাহানে। নাইট অধিনায়ক স্টার স্পোর্টসের সাংবাদিক সম্মেলনে বলছিলেন, ‘প্রত্যেকদিন যখন আমি ঘুম থেকে উঠি, আমি একবার করে ভাবি যে আমি কি কি পেতে চাই। আর আমার কাছে, দেশের হয়ে খেলার থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। আমি আবার দেশের প্রতিনিধিত্ব করতে চাই, আমি ভারতীয় দলের জার্সি পড়তে চাই। যখন অফ সিজন যায় খেলা থাকে না, আমি প্রতিদিন ২-৩টে সেশনে অনুশীলন করি, কারণ আমার মনে হয় এই সময়ে এসে ফিট থাকাটা খুবই দরকার, যাতে রিকভারিও ভালো হয়। নিজের ডায়েটের দিকেও নজর দি। দেশের হয়ে এখনও ভালো কিছু করে দেখানোর ইচ্ছা রয়েছে আমার, আমি ক্রিকেটকে উপভোগ করছি, আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমি এখনও ক্রিকেটকে আবেগ দিয়েই ভালোবাসি ’।
১০ ম্যাচ শেষে কেকেআররে এই মূহূর্তে যা অবস্থা তাতে সব ম্যাচই কার্যত তাঁদের কাছে মাস্ট উইন। আর কেকেআরের সব থেকে বড় বিড়ম্বনার কারণ তাঁদের ২৩.৭৫ কোটির সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার, যিনি মাত্র ১টি অর্ধশতরান করেছেন এই মরশুমে। শেষ চার ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ২৮, যদিও রাহানে এবং কেকেআর ম্যানেজমেন্ট তাঁর পাশেই দাঁড়াচ্ছে।
বেঙ্কটেশের পাশে রাহানে
রাহানে বলছে, ‘ সব ক্রিকেটারেরই খারাপ সময় যায়, যখন সে সেরাটা দিয়েও কাজ হয়না। ও খুবই ভালো ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজির হয়ে অতীতে ওর অবদান আমরা জানি, অনেক ম্যাচই একা হাতে জিতিয়েছে। এটা ম্যানেজমেন্ট আর অধিনায়কত্বের দিক থেকে জরুরি যে আমরা ওর পাশে থাকি। মানুষ সাধারণত ফল দেখে, কিন্তু যে কঠোর পরিশ্রম ও করছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। ও একটা ভালো ইনিংস পেলেই ঘুরে দাঁড়াবে, আশা করব পরের চার ম্যাচের একটায় ওর থেকে ভালো ইনিংস দেখতে পাব’।
ওপেনিং জুটির পারফরমেন্সে হতাশ রাহানে
ওপেনিং স্লটের সমস্যা মেনে নিয়েই রাহানে বলেন, ‘নারিন কেকেআরের হয়ে অতীতে ভালো খেলেছে। এই মরশুমে আমরা কুইন্টনকে দিয়ে শুরু করে, কিন্তু কয়েকটা ভালো ইনিংসের পর ও আর সুযোগ কাজে লাগাতে পারেনি। ও চেষ্টা করছে সেরাটা দেওয়ার। কিন্তু এখন আমাদের ইতিবাচক দিকেই বেশি মনযোগ দিতে হবে। ক্রিকেটারদের যখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ খেলা খেলতে হয়, তখন অনেক সময়ই ভুল ভ্রান্তি হয়ে যায়। আমি কোনও ক্রিকেটারকেই দোষারোপ করতে চাই না। সবাইকেই সেরাটা দিতে হবে। যখন কোনও দল ছিটকে যায় আইপিএল থেকে তখন তাঁদের হারানোর কিছু থাকে না, তাই পরের ম্যাচে আমাদের টার্গেট থাকবে সতর্ক ভাবেই নিজেদের সেরাটা দিয়ে ওদের(রাজস্থান, চেন্নাই) বিরুদ্ধে ম্যাচ বের করে আনা ’।