আর ক'দিন পরই হিমাচলপ্রদেশের বীর-বিলিংয়ে অনুষ্ঠিত হবে প্যারাগ্লাইডিং বিশ্বকাপ ২০২৪। তার আগেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। প্যারাগ্লাইডিংয়ের অনুশীন করার সময় প্রাণ গেল প্রতিযোগিতায় অংশ নিতে আসা বেলজিয়ামের এক নাগরিকের।
বুধবার স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে মঙ্গলবার। যখন দু'জন প্রতিযোগী অনুশীলন করার জন্য পৃথকভাবে তাঁদের উড়ান শুরু করেন। কিন্তু, মাঝ-আকাশে তাঁরা একে অপরের সঙ্গে ধাক্কা খান! তার জেরেই প্রাণ হারাতে হয় বেলজিয়াম থেকে আসা ওই প্রতিযোগীকে।
এখনও পর্যন্ত যতটুকু খবর প্রকাশ্যে এসেছে, তা থেকে জানা গিয়েছে, ঘটনায় মৃত ওই বেলজিয়ান নাগরিকের দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে, স্থানীয় জঙ্গলেই যে তাঁর দেহ পড়ে রয়েছে, এই বিষয়ে একপ্রকার নিশ্চিত পুলিশ প্রশাসন।
অন্য যে প্যারাগ্লাইডারের সঙ্গে ওই ব্যক্তির ধাক্কা লেগেছিল, তিনিও অল্প-বিস্তর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে জঙ্গলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময়।
আহত ওই ব্যক্তিকে প্রশ্ন করে জানা গিয়েছে, মৃত বেলজিয়ামের নাগরিকের নাম ফেয়ারেটস। তাঁর বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে হবে। তিনি স্বতন্ত্র প্যারাগ্লাইডার হিসাবে উড়ান অনুশীলন করছিলেন।
ফেয়ারেটসের সঙ্গে অন্য যে প্যারাগ্লাইডারের ধাক্কা লাগে, তাঁর নাম বা পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি। তবে, দুর্ঘটনার পর তিনি গাছের ডালে আটকে যাওয়ায় প্রাণে বেঁচে যান। সেখান থেকেই পরে তাঁকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, হিমাচলপ্রদেশে যে এই প্রথম এমন ঘটনা ঘটল, তা নয়। এর আগেও প্যারাগ্লাইডিং করার সময় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তাতে হতাহতের ঘটনাও ঘটেছে।
গত বছরের অক্টোবর মাসে একইরকম মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে হয়েছিল বীর-বিলিংকে। সেবার এককভাবে উড়ান শুরু করার পর প্রাণ গিয়েছিল আন্দ্রেজ নামে এক প্যারাগ্লাইডারের। তিনি পোল্য়ান্ডের নাগরিক ছিলেন।
স্থানীয় কাংড়া জেলার পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, প্রশানের তরফে ইতিমধ্য়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেতন করা হয়েছে।
তাদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক প্যারাগ্লাইডারের নাম ও পরিচয় নথিভুক্ত করতে হবে এবং তাঁরা যাতে নির্ধারিত রুটেই উড়ান সারেন ও কোনও অবস্থাতেই যাতে সেনাবাহিনীর এলাকায় ঢুকে না পড়েন, তা নিশ্চিত করতে হবে।
অন্যদিকে, মানালির অটলবিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড স্পোর্টস (অভিমাস)-এর ডিরেক্টর অবিনাশ নেগি জানিয়েছেন, 'এই ধরনের কোনও দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত এবং সহজেই সেই দুর্ঘটনাস্থল একেবারে নির্ভুলভাবে চিহ্নিত করা যায়, তা নিশ্চিত করকে উঁচু পার্বত্য অঞ্চলে ওয়াচ টাওয়ার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব আগামী দিনের কার্যকর করা হবে।'
প্রসঙ্গত, নভেম্বর মাসের (২০২৪) শুরুতেই, আগামী ২ থেকে ৯ তারিখ পর্যন্ত বীর-বিলিংয়ে প্যারাগ্লাইডিং বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই আয়োজনে ৫০টি দেশের প্রায় ১৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।