বিরল প্রাণী হত্যা করা আইনত অপরাধ। ১৯৯৯ সালে এই অপরাধের জেরে আইনি জটিলতায় জড়িয়ে ছিলেন সুপারস্টার সলমন খান। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। বন্যপ্রাণী তথা বিলুপ্তপ্রায় প্রাণীর মাংস খাওয়ার অপরাধে আইনি জটিলতার সম্মুখীন হলেন ‘লাপাতা লেডিস’ খ্যাত ছায়া কদম।
জানা গিয়েছে, মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে সম্প্রতি মহারাষ্ট্রের বনদপ্তর সমন পাঠিয়েছে অভিনেত্রীকে। অভিযোগ, ঠাণে নামক একটি এলাকা থেকে নাকি বিলুপ্তপ্রায় বন্য জন্তুদের মাংস খেয়েছেন অভিনেত্রী। এই ঘটনার সঙ্গে চোরা শিকারিরাও জড়িয়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: ছোট্ট একটি বাচ্চার সঙ্গে নাচতে ব্যস্ত রাজ কাপুর, চিনতে পারছেন ছবির এই শিশুটিকে?
আরও পড়ুন: শুধু কেঁদেই চলেছি...', পহেলগাঁও হামলা উসকে দিল শৈশবের স্মৃতি! কী বললেন ভারতী?
অভিনেত্রী নিজেও নাকি একটি রেডিও চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি মাউস ডিয়ার, খরগোশ, বন্য শূকর, গোসাপ এবং সজারুর মাংস খেয়েছেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২- এর আওতায় এই প্রত্যেকটি প্রাণী সুরক্ষিত, ফলে এই প্রাণীদের মাংস খাওয়া মূলত আইনত অপরাধ।
ইতিমধ্যেই অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে। তদন্তকারী আধিকারিক রাকেশ ভোইর জানিয়েছেন, এই মুহূর্তে ছায়া কদম শহরে নেই। ছবির শ্যুটিংয়ের জন্য তিনি বাইরে রয়েছেন। তবে তিনি জানিয়েছেন আইনিভাবে তিনি সুরক্ষা নেবেন, তবে তদন্তের জন্য সমস্ত রকম সাহায্য করবেন তিনি।
আরও পড়ুন: পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অজিত, কেমন আছেন এখন?
আরও পড়ুন: সানি নয়, ‘জাট’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? দক্ষিণের এক বড় নাম
প্রসঙ্গত, কর্মজীবনে সবেমাত্র একের পর এক সাফল্যের মুখ দেখতে শুরু করেছিলেন অভিনেত্রী। প্রথমে ‘লাপাতা লেডিস’, তারপর ‘অল ইউ ইমাজিন অ্যাজ লাইট’, দুটি ছবিতেই অভিনেত্রী করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। কিন্তু এর মধ্যেই আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন তিনি।