মঙ্গলবার ভোর পাঁচটা। হাওড়া ব্রিজে রীতিমতো জটলা। কাকভোরে শহর কলকাতার ঐতিহ্যশালী ব্রিজে হাজির ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ান। সোমবার সন্ধ্যেতেই ‘ভুলভুলাইয়া ৩’-র শ্যুটিংয়ে তিলোত্তমায় পৌঁছেছিলেন কার্তিক, এদিন সকাল থেকে শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা। আরও পড়ুন-‘আমার জীবনে একটাই দিশা…’, জোড়া লাগছে ভাঙা প্রেম? এসব কী বলে ফেললেন টাইগার
মাথায় কালো বান্ডানা। পরনে কালো রঙা আলখাল্লা, গলায় রুদ্রাক্ষের মালা এবং চোখে রোদচশমা- চেনা বেশে হাওড়া ব্রিজে বাইকের উপর ধরা দিলেন কার্তিক। বলিউডের জেন ওয়াই সুপারস্টারের পাশে নীল রঙা ককটেল শর্ট ড্রেসে বসে রয়েছেন এক সুন্দরী। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কার্তিকের নায়িকা তৃপ্তি দিমরি, রয়েছে বিদ্যা বালানও। তবে এই সুন্দরী কে?
কার্তিকের এনফিল্ডের পাশের সাইডকারে বসে থাকা লাস্যময়ী আর কেউ নন বঙ্গতনয়া প্রান্তিকা দাস। হ্যাঁ, কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া ৩-তে অভিনয় করছেন বাংলার মেয়ে প্রান্তিকা, ছবিতে কার্তিকের সঙ্গে ত্রিকোণ প্রেমের গল্পে থাকছেন তিনি। সে কথা শ্যুটের ফাঁকে হিন্দুস্তান টাইমস বাংলাকেই প্রথম জানালেন অভিনেত্রী।
বছর দুয়েক আগে ‘মিকা দি বোটি’ রিয়ালিটি শো-তে অংশ নিয়ে চর্চায় উঠে এসেছিলেন প্রান্তিকা। ভুলভুলাইয়া ৩-র প্রসঙ্গ তুলতেই নায়িকার গলায় উত্তেজনা। বললেন, ‘দারুণ অভিজ্ঞতা। খুব এক্সাইটেড। কার্তিকের সঙ্গে প্রথম দেখার গল্পটা বলি। আজকে খুব ভোরে কলটাইম ছিল। স্বাভাবিকভাবেই সবাই একটু হালকা মিসহ্যাপে ছিলাম। পুরো ইউনিট তাড়া দিচ্ছে, কার্তিক বাইক নিয়ে রেডি। একজন এসে আমাকে বলল- কার্তিক তোমার জন্য অপেক্ষা করছে। আমি তো নিজেকে চিমটি কেটে বললাম, এটা স্বপ্ন নয় তো! নেমে এসে দেখলাম ওই চেনা কালো বান্ডানা পরে কার্তিক। আমি বাইকে বসে বললাম, হাই আমি প্রান্তিকা। ও হাত বাড়িয়ে বলল- আমি কার্তিক! আমি তো বললাম হ্যাঁ, নিশ্চয় আমি জানি সেটা। খুব ভালো মানুষ। সিনটা নিয়ে আমরা আলোচনা করলাম। সেইভাবেই আমাদের ভুলভুলাইয়া ৩-র সফর শুরু হল।’