সালিশির নামে বাড়িতে ডেকে মহিলাদের ওপর তালিবানি নির্যাতনের অভিযোগ উঠল আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সোনারপুর দক্ষিণের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা জামাস সরদার। অভিযোগ, কোনও কাজ কর্ম না করলেও শুধুমাত্র সালিশি করার নামে বিপুল টাকা উপার্জন করেছেন তিনি। সেই টাকা দিয়ে বানিয়েছেন প্রাসাদের মতো বাড়ি। মঙ্গলবার আক্রান্তদের অভিযোগ শুনতে সেখানে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে জামালের বিরুদ্ধে শাহজাহানের কায়দায় জমি দখলের অভিযোগও তোলেন তিনি।
আরও পড়ুন - ‘কেষ্ট তো জেলে! আমরা জিতলাম? ইডি-সিবিআই দিয়ে জেতা যাবে না,’ হুঁশ ফেরালেন সুকান্ত
পড়তে থাকুন - কুলতলিতে সাদ্দামের খাট সরাতেই বেরিয়ে এল গোপন সুড়ঙ্গ, মিশেছে খালে! হতবাক পুলিশ
স্থানীয় রশিদা বিবি নামে এক মহিলা অভিযোগ করেন, পারিবারিক বিবাদের বিচার করার নামে তাঁকে বাড়িতে ডেকে পাঠান জামাল সরদার। সেখানে তাঁকে শিকল দিয়ে সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বেঁধে রাখা হয়। শুধু তাই নয়, জামালের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও দাবি করেন ওই মহিলা। মারের চোটে অজ্ঞান হয়ে যান তিনি।
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, জামাল একজন তৃণমূল নেতা। পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে তার। পুলিশ তাকে এলাকায় সালিশ বসানোর দায়িত্ব দিয়েছে বলে দাবি করে সে। তাই তার বিরুদ্ধে সোনারপুর থানার পুলিশ অভিযোগ নেয় না। সন্দেশখালি, চোপড়া, জগদ্দলের পর সোনারপুরেও তৃণমূলের তালিবানি শাসনের খোঁজ পাওয়া গেল। আমরা আগেই বলেছিলাম, শাহজাহান একা নয়, এরকম শাহজাহান এলাকায় এলাকায় রয়েছে। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী কি এদের খবর জানেন না? একজন ব্যক্তি গরিব মানুষকে অত্যাচার করছে তিনি কি জানেন না?
আরও পড়ুন - চলতি সপ্তাহ থেকে পোলট্রি মুরগি আসবে না বাজারে,পুলিশের জুলুম, আন্দোলনে ব্যবসায়ীরা
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয়দের পৈত্রিক জমি দখল করেছে জামাল সরদার। তিনি বলেন, এই নেতাও জমি দখলের সঙ্গে যুক্ত। স্থানীয় ভাগচাষীদের জমি এই ব্যক্তি বিভিন্ন কৌশলে দখল করেছে। এমনকী স্থানীয় মুসলিমরা আমাকে সেই অভিযোগ করেছে। আমি এখন থানায় যাচ্ছি, জামাল সরদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব।