যে রাজ্যে থাকবে, সেই রাজ্যের মানুষের ভাষায় কথা বলতে হবে, গত বছর থেকেই নানা মহলে এমন কথা বহুবার শোনা গিয়েছে। কর্নাটক থেকেও এমন বেশকিছু দাবি শোনা গিয়েছে। এমনকি বিষয়টি অনেকসময় হিংসাত্মক রূপও নিয়েছে। অন্য ভাষায় কথা বলার জন্য অটোচালককে মারধর করার মতো অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আবার সেখানকার সরকারের তরফ থেকে কন্নড় ভাষার ওপর জোর দেওয়া, এমন অনেক কিছুই ঘটতে দেখা গিয়েছে কর্নাটকে।
এহেন পরিস্থিতিতে সম্প্রতি কিংবদন্তি গায়ক সোনু নিগম স্টেজ শো করতে যান বেঙ্গালুরুতে। মঞ্চে গান গাইতে উঠে একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয় গায়ককে। এক ছাত্রের মুখ থেকে ভীষণ খারাপভাবে কন্নড় ভাষায় গান গাওয়ার দাবি শুনে থমকে যান গায়ক। গান থামিয়ে মঞ্চ থেকেই দর্শকদের উদ্দেশ্যে বেশকিছু কথা বলেন সোনু।
আরও পড়ুন: ছোট্ট একটি বাচ্চার সঙ্গে নাচতে ব্যস্ত রাজ কাপুর, চিনতে পারছেন ছবির এই শিশুটিকে?
আরও পড়ুন: শুধু কেঁদেই চলেছি...', পহেলগাঁও হামলা উসকে দিল শৈশবের স্মৃতি! কী বললেন ভারতী?
সোশ্যাল মিডিয়ায় গায়কের যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, হলভর্তি দর্শকদের সামনে দাঁড়িয়ে রয়েছেন সোনু নিগম। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আমার দীর্ঘ কেরিয়ারে আমি বিভিন্ন ভাষায় গান গেয়েছি, কিন্তু আমার গাওয়া সব থেকে সেরা গান আমি গেয়েছি কন্নড় ভাষায়।’
গায়ক আরও বলেন, ‘আমি প্রচুর শহরে গান গাই, কিন্তু যখন এই শহরে আসি আমি প্রচুর ভালোবাসা নিয়ে আসি। কর্নাটকে যখন অনুষ্ঠান হয়, তখন মনে অনেক শ্রদ্ধা নিয়ে আসি আমি। আপনারা আমার পরিবারের মতো, কিন্তু আজ এখানে দাঁড়িয়ে যেভাবে একটি ছেলে আমাকে ভীষণই খারাপভাবে বারবার কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য জোর করছে, তা শুনে আমি সত্যি খুব দুঃখিত।’
ক্ষুব্ধ সোনু বলেন, ‘যে ছেলেটি আজ আমাকে অভদ্র ভাষায় কথা বলার সাহস পেল, তার বয়সের থেকে বেশি সময় ধরে আমি গান গাইছি। আমাকে অনুরোধও নয়, জোর করছে সে, একপ্রকার হুমকি দিচ্ছে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য, যা আমার ভালো লাগেনি। আর এটাই সর্বত্র হচ্ছে। আগে দেখুন সামনে কে দাঁড়িয়ে আছে। আপনাকে আমি ভালোবাসি।’
কন্নড় ভাষায় গান গাওয়া প্রসঙ্গে সোনু বলেন, ‘আমি শুধু এখানকার মানুষ নই আমি এখানকার ভাষাকেও ভীষণ ভালোবাসি। আমি যেখানেই যাই, সেখানে যদি একজন আমাকে কন্নড় ভাষায় গান গাইতে বলেন, আমি সঙ্গে সঙ্গে গান গাই। কিন্তু দয়া করে অসম্মান করবেন না।’
আরও পড়ুন: পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অজিত, কেমন আছেন এখন?
আরও পড়ুন: সানি নয়, ‘জাট’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? দক্ষিণের এক বড় নাম
প্রসঙ্গত, সাধারণ মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটলেও কোনও সেলিব্রিটি সঙ্গে এরকম কোনও ঘটনা প্রথম ঘটল। তবে সোনুর ভক্তরা মনে করছেন একদম সঠিক জবাব দিয়েছেন তিনি, প্রথম থেকেই এই অভদ্রতার বিরোধিতা করা উচিত।