৮২ বছর কাটিয়ে ফেলেছেন জীবনের। দেখেছেন অনেক কিছুই। দিয়েছেন তার থেকেও বেশি। বহু হিট ছবিতে অভিনয় করে তাক লাগিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তবুও এখনও একটি বিশেষ ইচ্ছে অপূর্ণ থেকে গিয়েছে তাঁর। জানিয়েছেন তিনি তাঁর জীবনের শেষ ছবিটি কোন টলিউড অভিনেতার সঙ্গে করতে চান।
মাধবী মুখোপাধ্যায় কার সঙ্গে কাজ করতে চান?
গত মাসে মৃণাল সেনের উদ্দেশ্যে উৎসর্গ করা একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মাধবী মুখোপাধ্যায়। ঠান্ডা লেগে বেশ কাবু হয়ে গিয়েছিলেন। তারপর থেকে একপ্রকার বাড়িতেই আছেন কিংবদন্তি অভিনেত্রী। নিচ্ছেন বিশ্রাম। তবে এই বছরের বইমেলায় তাঁর আত্মজীবনী প্রকাশিত হয়েছে। শত অসুস্থতা নিয়ে বই প্রকাশের সেই অনুষ্ঠানে ছিলেন তিনি। দিয়েছেন নানা প্রশ্নের উত্তর। জানিয়েছেন এখনও, এই বয়সে দাঁড়িয়েও তিনি অভিনয় করতে চান।
আরও পড়ুন: বিশ্বমানের থ্রিলার বানাতে আকাশছোঁয়া বাজেট ডন ৩ এর! কত দিয়ে তৈরি হচ্ছে রণবীরের ছবি?
আরও পড়ুন: চাটার্ড বিমান থেকে লন্ড্রি - মেকআপ: অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে অতিথিদের জন্য থাকছে কী কী সুবিধা?
লম্বা কেরিয়ারে বহু পরিচালক, অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে প্রভা দেবী এবং শিশির কুমারের সঙ্গে কাজ করে সব থেকে বেশি আনন্দ পেয়েছেন বলেই জানিয়েছেন মাধবী মুখোপাধ্যায়। তবে তাঁর আক্ষেপ একটাই, 'আজকের প্রজন্ম এই প্রতিভাবান শিল্পীদের অভিনয় দেখতে পেল না। এটাই আমার দুঃখ।' তবে যেটা হয়নি সেটা তো আর ঘটানো যাবে না। তবে নিজের জীবনের শেষ ছবিটা কার সঙ্গে করতে চান সেটা তিনি জানিয়েছেন।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেই মাধবী মুখোপাধ্যায় কাজ করতে চান। তাঁর কথায়, 'ও আমার খুবই পছন্দের মানুষ। আমার সঙ্গেই ওর কেরিয়ারের প্রথম ছবি। সেই জন্যই আমি চাই আমার শেষ ছবি যেন ওর সঙ্গেই হয়।'
আরও পড়ুন: বিধবা পাচার ভিত্তিক ছবি থেকে বাদ গুজরাট প্রসঙ্গ, সেন্সর বোর্ডের ছাড়পত্রে মুক্তি পেল শ্রাবন্তীর 'সাদা রঙের পৃথিবী'
আরও পড়ুন: গুঞ্জন থামিয়ে মার্চ থেকেই অতনুর প্রযোজনায় শ্যুটিং শুরু জিতের? পরিচালকের আসনে কে?
প্রসঙ্গত ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ছোট্ট জিজ্ঞাসা ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন ছোট্ট প্রসেনজিৎ। সেটাই ছিল তাঁর প্রথম কাজ। সেখানে তাঁর বাবার চরিত্রে তাঁর নিজেরই বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ছিলেন। আর মা হয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। কিছুদিন আগেই জন্মদিন গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের।