₹3-20 Crore Loss per Hoax Bomb Threat in Flights: ৬ দিনে ৭০ ভারতীয় বিমানে বোমাতঙ্ক, এক একটি হুমকিতে কত কোটির ক্ষতি হয়? Updated: 20 Oct 2024, 07:20 AM IST Abhijit Chowdhury বিগত ৬ দিনে ভারতীয় উড়ান সংস্থাগুলির প্রায় ৭০টি বিমান উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। এই ধরনের হুমকি এলে এক একটি উড়ানের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে। এই আবহে দিল্লিতে এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় শনিবার।