শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বর্তমান ইউনুস সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতার একাধিক ধাপ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তানে করাচি থেকে সামগ্রী সহ আসা জাহাজ চট্টগ্রামে নোঙর করার ঘটনা দুই দেশের সখ্যতার নতুন অধ্যায়ে শিলমোহর দিয়েছে। এবার খবর পাকিস্তানের ব্যবসায়ীদের প্রতিনিধি দলকে নিয়ে। পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যা ন্ড ইন্ডাস্ট্রির তরফে পাক ব্যবসায়ীদের প্রতিনিধি দল পৌঁছচ্ছে বাংলাদেশে।
ইতিমধ্যেই সদ্য, ৬ জানুয়ারি, ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তানের চেয়ারম্যান রাফিউ বশির শাহের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল ঢাকা পৌঁছে গিয়েছে। মঙ্গলবার, তারা একটি বৈঠকও করবেন বলে খবর। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক রয়েছে। জানা যাচ্ছে, চাল আমদানি নিয়ে এই আলোচনা হতে পারে। ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য সংস্থার মধ্যে মৌ স্বাক্ষরও হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী ১০ জানুয়ারি পাকিস্তানের তাবড় শিল্পপতি ও ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা ঢাকায় পা রাখবেন। ২৪ সদস্যের ওই প্রতিনিধি দল, ৫ দিন ঢাকায় থাকবেন বলে খবর। ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি তারা থাকবে বাংলাদেশে। এরই মাঝে একাধিক বৈঠকের কর্মসূচিও রয়েছে তাদের।
( Mamata Banerjee Latest News: অক্সফোর্ড থেকে ডাক.. মার্চে লন্ডন যাচ্ছেন মমতা? নয়া রিপোর্ট ঘিরে জল্পনা)