সালটা ছিল ২০২২-এর সেপ্টেম্বর মাস। বিনোদিনীর বেশে চমকে দিয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। জানা যায় পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের হাত ধরে আসছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। আর তাতেই বিনোদিনী হচ্ছেন রুক্মিণী। তারপর দীর্ঘ সময় লুক নিয়ে নানান পরীক্ষানিরীক্ষার পর অবশেষে কাজ শুরু হয়। ২০২৩-এর মার্চে শেষ হয়েছিল ছবির শ্যুটিং।
ব্য়াস, ওই পর্যন্তই। তারপর দীর্ঘ সময় কেটে গেলেও ছবি কবে মুক্তি পাবে তা জানা যায়নি। বহু দিন ধরে রুক্মিণীর এই ছবির প্রতীক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা। সকলেই রামকমলের এই ম্যাগনাম ওপাস-এর মুক্তি কবে তা জানতে চান।
তবে এবার সময় হয়েছে। সামনে এসেছে রামকমলের এই ছবি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। TollyBangla Box-Office-এর পোস্ট থেকে জানা যাচ্ছে, লোকসভা ভোটের পর মুুক্তি পাবে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। ছবির পোস্টার শেয়ার করে TollyBangla Box-Office-এর ফেসবুকে লেখা হয়েছে 'রুক্মিণী মৈত্র অভিনীত 'বিনোদিনী' অবশেষে আসতে চলেছে। সিনেমার পোস্ট প্রডাকশনের কাজ প্রায় শেষের দিকে। শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনের পর 'বিনোদিনী' মুক্তি পাবে। অর্থাৎ মে-জুন মাস নাগাদ রিলিজ হতে চলেছে এই বহু প্রতিক্ষিত সিনেমাটি।'
আরও পড়ুন-লন্ডন থেকে মেকআপ, তিরুপতি থেকে চুল, রুক্মিণীকে বিনোদিনী সাজানো সহজ ছিল না…
আরও পড়ুন-পায়ে কালশিটে, ঘুঙুরে কত যে পাজামা ছিঁড়েছে, কিন্তু আমি এখন বিনোদিনী : রুক্মিণী