নীতা আম্বানি সম্প্রতি বারাণসী যান। উদ্দেশ্য, ব্যক্তিগতভাবে কাশী বিশ্বনাথ মন্দিরে ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের আমন্ত্রণপত্র দেওয়া। প্রাণ ভরে সকলের জন্য প্রার্থনা করা।
তিনি জানান, ‘আমি ভগবান শিবের কাছে প্রার্থনা করেছি, সত্যি খুব ধন্য বোধ করছি। আজ আমি সর্বশক্তিমানকে অর্পণ করার জন্য অনন্ত এবং রাধিকার বিয়ের আমন্ত্রণ নিয়ে এখানে এসেছি। আজ ১০ বছর পর এখানে এসেছি। এখানকার উন্নয়ন দেখে খুশি আমি।’ এরপরে নীতা আম্বানিকে স্থানীয় একটি দোকানে চাট উপভোগ করতে দেখা যায়। এখানেই শেষ নয়, তিনি মন্দির পরিদর্শনের সময় স্থানীয়দের সঙ্গেও মত বিনিময় করেন।
আরও পড়ুন: (বাংলা ছবিতে ‘ঘাটিয়া’ বলেছিলেন, সেই পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করে মুখ খুললেন ঋদ্ধি সেন)
নীতা আম্বানি বলেন যে তিনি অবশ্যই কাশীতে তাঁর ছেলে অনন্ত এবং রাধিকার বিয়ে উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করতে চান এবং পরিবারকে নিয়ে কাশীতে আসবেন।তিনি আরও বলেন, 'মহাদেবের আশীর্বাদ আমাদের পরিবারসহ সারা দেশে সর্বদা থাকুক।' বাবা বিশ্বনাথের দরবারে তাঁর ছেলে অনন্ত ও রাধিকার বিয়ের জন্য আশীর্বাদ চাইতে এসেছেন বলে জানান মুকেশ ঘরণী।
আরও পড়ুন: (‘তেঁতুলপাতা’র হাত ধরে জলসায় ফিরছেন গৌরব, একান্নবর্তী পরিবারের গল্পে নায়িকা কে?)
নীতা আম্বানির সঙ্গে ছিলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নীতা আম্বানি বলেন, কাশী বিশ্বনাথ করিডোরের জাঁকজমক দেখে তিনি খুব খুশি।
আরও পড়ুন: (‘হিন্দুই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়…’! সোনাক্ষী-জাহিরের ভিনধর্মের বিয়ে নিয়ে লিখলেন তসলিমা নাসরিন)
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট জুলাইয়ে গাঁটছড়া বাঁধবেন। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। সেই উপলক্ষেই এই পূজো দিলেন নীতা। এর আগে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের জন্য জামনগরে তিন দিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠান উদযাপন করা হয়।
বিশ্বজোড়া তারকা অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রি-ওয়েডিং। গত মাসের শেষের দিকে, মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি একটি বিলাসবহুল ক্রুজে দ্বিতীয় প্রি-ওয়েডিং সেলিব্রেশনের আয়োজন করেন। ইতালি থেকে শুরু করে দক্ষিণ ফ্রান্স পর্যন্ত ৪৩৮০ কিমি দূরত্ব জুড়ে এই বিশাল যাত্রা হয়।