বুধবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি রেস্তরাঁ থেকে ডিনার সেরে বের হতে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে। সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিং। ছোট্ট দুয়াকে বাড়িতে রেখেই ডিনার ডেটে বেরিয়েছিলেন এই দম্পতি। রেস্তরাঁ থেকে বেরোতেই পাপারাৎজিদের দেখে হাসিমুখে তুললেন ছবি।
গত বছর ৮ সেপ্টেম্বর ছোট্ট একটি কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা। মা হওয়ার কিছু মাস পর থেকেই তিনি ধীরে ধীরে আবার ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেছেন। খুব শীঘ্রই যে তিনি সিনেমা জগতেও ফিরে আসবেন, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: ছোট্ট একটি বাচ্চার সঙ্গে নাচতে ব্যস্ত রাজ কাপুর, চিনতে পারছেন ছবির এই শিশুটিকে?
আরও পড়ুন: শুধু কেঁদেই চলেছি...', পহেলগাঁও হামলা উসকে দিল শৈশবের স্মৃতি! কী বললেন ভারতী?
গত বুধবার মেয়েকে বাড়িতে রেখেই স্বামীর সঙ্গে ছোট্ট করে ডিনার ডেট সেরে ফেললেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় দীপিকা এবং রণবীরের যে ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দীপিকা, পরে রয়েছেন একটি সাদা রঙের শার্ট এবং নীল প্যান্ট এবং ব্লেজার।
রণবীরকে পরে থাকতে দেখা যায় একটি সাদা রঙের টিশার্ট, কালো রঙের ব্লেজার এবং ট্রাউজার। একমুখ দাড়ি এবং চুল পনিটেল করে বেঁধে চিরাচরিত সাজে দেখতে পাওয়া যায় রণবীরকে। রেস্তরাঁ থেকে বেরোনোর সময় পাপারাৎজিরা ঘিরে ধরেন তাঁদের।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দীপিকার হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন রণবীর। প্রথমে দীপিকা গাড়িতে ওঠেন এবং তারপর রণবীর অন্য দিক দিয়ে গাড়িতে ওঠেন। গাড়িতে উঠে হেসে সকলের উদ্দেশ্যে হাত নাড়ান তাঁরা।
প্রসঙ্গত, ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন দীপিকা এবং রণবীর। ২০২৪ সালে কন্যা সন্তানকে জন্ম দেন দীপিকা। নাম রাখেন দুয়া। গত ডিসেম্বরে পাপারাৎজিদের বাড়িতে আমন্ত্রণ করে মেয়ের সঙ্গে দেখা করান এই জুটি, তবে ফটো তোলায় ছিল নিষেধাজ্ঞা।
আরও পড়ুন: পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অজিত, কেমন আছেন এখন?
আরও পড়ুন: সানি নয়, ‘জাট’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? দক্ষিণের এক বড় নাম
উল্লেখ্য, ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে রণবীরকে। অন্যদিকে শোনা গিয়েছিল, ‘কিং’ ছবিতে অভিনয় করতে পারেন দীপিকা, যদিও এই বিষয় নিয়ে শাহরুখ বা দীপিকা কোনও কথা বলেননি। দীপিকাকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এড’ ছবিতে।