আর মাত্র হাতে গোনা দিন বাকি ফাইটার মুক্তি পেতে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে হৃতিক রোশন অভিনীত এই ছবিটি। আর ঠিক আগেই এত সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল। তবে বেশ কিছু দৃশ্য বাদ দিতে এবং বদল করার নির্দেশ দেওয়া হয়েছে ছবির নির্মাতাদের।
কী কী বদল করা হয়েছে ফাইটারে?
বলিউড হাঙ্গামার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে ফাইটার ছবিতে মূল চারটি পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। একটি হচ্ছে ধূমপান বিরোধী একটি মেসেজ। এটি হিন্দিতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ছবিতে থাকা ৫৩ মিনিট এবং ১ ঘণ্টা ১৮ মিনিটের জায়গায় যে দুটো আপত্তিকর শব্দ আছে, ওই দুটো বাদ দিতে হবে বা বদলাতে হবে।
আরও পড়ুন: সানার প্রাক্তন উমর আদতে শোয়েবের দারুণ ভালো বন্ধু ছিলেন! অতীতের পোস্ট ঘেঁটে প্রমাণ নেটপাড়ার
আরও পড়ুন: শাড়ি-সানগ্লাস পরেই মন্দির প্রাঙ্গণ ঝাঁট দিলেন কঙ্গনা! রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে করলেন কীসের যজ্ঞ?
একই সঙ্গে সেন্সর বোর্ডের তরফে যৌন উত্তেজক যে দৃশ্যগুলো আছে এই ছবিতে সেগুলো বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই দৃশ্যটি ৮ সেকেন্ডের ছিল, সেখানে অন্য দৃশ্য দেওয়ার কথা বলা হয়েছে। এবং পরিশেষে ২৫ সেকেন্ডের একটি অডিয়োকে ২৩ সেকেন্ডের একটি অডিয়ো দিয়ে বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশ মেনে নেওয়ার পর ফাইটার ছবিটিকে U/A সার্টিফিকেট দেওয়া হয়েছে। ১৯ জানুয়ারি এই ছবিটি এই সার্টিফিকেট পেয়েছে। সেন্সর বোর্ডের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক ছবিটির রান টাইম ১৬৬ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৪৬ মিনিট। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে এই ছবিটি নিয়ে একটি দারুণ উত্তেজনা দেখা যাচ্ছে। এটি একটি এরিয়াল অ্যাকশন মুভি।
আরও পড়ুন: 'ভাষা কী কম পড়িয়াছে?' যশ-নুসরাতের ছবির গানে 'গালাগালি'! সোডা সং শুনে চরম ট্রোল নেটপাড়ার
ফাইটার প্রসঙ্গে
ফাইটার ছবিটি আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে। এই ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। মুখ্য ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখকে। পুলওয়ামা কাণ্ডের পর ভারতের এয়ার স্ট্রাইক নিয়ে মূলত তৈরি হয়েছে এই ছবি।