আর্চি এবং তাঁর সাঙ্গপাঙ্গদের কান্ডকারখানাকে কমিকসের পাতা থেকে তুলে সেলুলয়েডে নিয়ে আসছেন জোয়া আখতার। অর্থাৎ সোজা কথায়, আর্চিকে নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবি খ্যাত এই পরিচালক। বলিপাড়ায় জোর ফিসফাস, প্রধান ভূমিকায় নাকি দেখা যেতে পারে শাহরুখ-কন্যা সুহানা, শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা-কে! তবে তখন সেই বিষয়ে মুখে টুঁ শব্দ করেনি জোয়া আখতার কিংবা বনি কাপুরের মধ্যে কেউই। এবার করলেন।জাহ্নবী কাপুরের পর এবার শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর পা রাখতে চলেছেন বলিউডে। এবার এই খবরে সিলমোহর দিলেন খুশির বাবা তথা প্রখ্যাত বলি-প্রযোজক বনি কাপুর। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডে খুশির ডেবিউয়ের কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি বনি অবশ্য আরও জানিয়েছেন আগামী এপ্রিল থেকেই সেই ছবির শ্যুটিং শুরু করবে খুশি। এবং তা কি সেই অর্চির ছবি? সে প্রশ্নের জবাবে অবশ্য বনি বলেছেন, ' খুশি অভিনেত্রী হিসেবে বলিউডে যাত্রা শুরু করবে। ব্যাস! এখনই এর থেকে বেশি কিছু বলতে পারব না আমি।' তবে তাঁর প্রযোজিত কোনও ছবিতে যে তাঁর মেয়ে বলিপাড়ায় পা রাখছেন না, সেকথা চলতি বছরের শুরুর দিকেই বোম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বনি।