তিনবার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এবার নাম বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে পরিণত হয়েছে আরসিবি। নাম বদলে ভাগ্য বদলাতে পারে কিনা তারা, সেটা জানতে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
আপাতত পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে নতুন মরশুম শুরু করতে চলেছে আরসিবি। তার উপর বেঙ্গালুরুর মহিলা ক্রিকেট দল এবার উইমেন্স প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হওয়ায় নিশ্চিতভাবেই বাড়তি উদ্দীপ্ত হবেন বিরাট কোহলিরা। আইপিএল ২০২৪ শুরুর আগে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চূড়ান্ত স্কোয়াড। চোখ রাখা যাক আরসিবির ক্রীড়াসূচিতেও।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চূড়ান্ত স্কোয়াড:-
ব্যাটার: ফ্যাফ ডু'প্লেসি (ক্যাপ্টেন), বিরাট কোহলি, সুয়াশ প্রভুদেশাই, রজত পতিদার, সৌরভ চৌহান।
অল-রাউন্ডার: উইল জ্যাকস, মনোজ ভান্দাগে, মহীপাল লোমরোর, মায়াঙ্ক ডাগর, ক্যামেরন গ্রিন, টম কারান, গ্লেন ম্যাক্সওয়েল।
উইকেটকিপার: দীনেশ কার্তিক, অনূজ রাওয়াত।
বোলার: মহম্মদ সিরাজ, রিস টপলি, বিজয়কুমার বৈশাক, রাজন কুমার, আকাশ দীপ, হিমাংশু শর্মা, করণ শর্মা, স্বপ্নিল সিং, লকি ফার্গুসন, আলজারি জোসেফ, যশ দয়াল।
শেষ মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্কোয়াডে রদবদল:-
১. আইপিএল ২০২৪-এর আগে আরসিবিকে তাদের স্কোয়াড নিয়ে বিশেষ দুশ্চিন্তায় পড়তে হয়নি। কেননা স্কোয়াডের মধ্যে চোট-আঘাত সমস্যা বিশেষ নেই। রজত পতিদার জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন বটে, তবে তাঁর চোট গুরুতর ছিল না বলেই খবর। যদিও বিসিসিআই পরবর্তী সময়ে রজতের চোট নিয়ে কোনও আপডেট দেয়নি। আরসিবি শুধু এবছর ট্রেড উইন্ডো দিয়ে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্সের অজি অল-রাউন্ডার ক্যামেরন গ্রিনকে।
আরসিবির বিদেশি ক্রিকেটার:-
ফ্যাফ ডু'প্লেসি (দক্ষিণ আফ্রিকা), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), উইল জ্যাকস, টম কারান, রিস টপলি (ইংল্যান্ড), লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)।