বছর দেড়েক আগেই দ্বিতীয় বিয়ে করেন সারেগামাপা-খ্যাত গায়ক সৌম্য চক্রবর্তী। যা নিয়ে তাঁকে কম ট্রোলের মুখে পড়তে হয়নি। এরপর গত এপ্রিল মাসেই আসে, ঘরে কন্যা সন্তান আসার খবর। এরই মাঝে, সৌম্য-পত্নী রিতিকার একটি পোস্ট তুমুল ভাইরাল। যা দেখে অনেকেরই মনে প্রশ্ন, সব ঠিক আছে তো?
রিতিকা ফেসবুকে বর ও মেয়ের ছবি শেয়ার করে লিখলেন, ‘সমস্ত প্রাক্তনদের, হেটার্সদের ও ট্রোলারদের অনেক ধন্যবাদ। আমাকর মেয়ের জন্য সেরা বাবা আমি পেয়েছি।’
আরও পড়ুন: ‘ধর্মের নামে চ্যাংড়ামি…’! দিঘার জগন্নাথধাম নিয়ে ক্ষোভ মানসী সিনহার, কী বললেন?
রিতিকা নিজের লেখায় আরও যোগ করেন, ‘ওদের দুজকে একসঙ্গে দেখলেই, আমার হৃদয় আনন্দ, ভালোলাগায় পরিপূর্ণ হয়ে ওঠে। আনন্দ হয় আমার মেয়ে এমন একজন দুর্দান্ত ও ভালো শিল্পীর মেয়ে হতে পেরেছে। নিজেকে ধন্য মনে হয়। ভগবান তোমার অসীম কৃপা। নিশ্চয়ই কোনো ভাল কাজ করেছিলাম, যার ফল পাচ্ছি বর্তমানে। @vocalist.soumyo তুমি আমার জীব ভরিয়ে দিয়েছ।’
আরও পড়ুন: ঠোঁট-ঠাসা চুমু রাজ-শুভশ্রীর, সামনেই ইউভান! রাজ-পুত্রের নজর যদিও এই বিশেষ দিকে
ছবিতে মেয়ের মুখ হাত দিয়ে আড়াল করে রেখেছিলেন সৌম্য। কমেন্ট সেকশনে শুভানুধ্যায়ীরা রিতিকাকে পরমার্শ দিয়েছেন, যাতে কোনো ট্রোলে একেবারেই কান না দেন তিনি। মেয়ের জন্য দু হাত তুলে আশীর্বাদও করলেন অনেকে। কন্যা সন্তানের ডাক নাম বৃতি রেখেছেন দম্পতি, আর ভালো নাম আহিরী।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়ের আংটি নিয়ে আসে, বছর ঘোরার আগেই প্রয়াত আম্বানি পরিবারের এই সবচেয়ে প্রিয় সদস্য
২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়েন সৌম্য চক্রবর্তী এবং রিতিকা চক্রবর্তী। দুর্নিবার সাহাকে হারিয়ে সারেগামাপাতে সেরার শিরোপা জিতে নিয়েছিলেন সৌম্য। রিয়েলিটি শো শেষ হতে না হতেই, রূপসার সঙ্গে বিয় করেছিলেন সৌম্য। তাঁদের এক সন্তান ও ছিল। কিন্তু কয়েক বছর কাটতে না কাটতেই তাঁদের বিয়েতে সমস্যা শুরু। সন্তানকে নিয়ে আলাদা হয়ে যান রূপসা।
আর এই সময়েই সৌম্যর ক্ষতে ভালোবাসার মলম লেপে রিতিকা। ছোট্ট প্রেমপর্বের পর, হয় বিয়েটা। আর এখন দুজনের মধ্যে এসেছে ফুটফুটে রাজকন্যা। সৌম্যর স্ত্রী রিতিকা পেশায় নৃত্যশিল্পী, হামেশাই নাচের ভিডিয়ো শেয়ার করেন সোশ্যালে। সেগুলো ভালো বরের মতো, শেয়ার করে নেন সৌম্যও। এছাড়াও একটি মাল্টি ন্যাশনাল অফিসের কর্মী রিতিকা।