কর্মফলদাতা শনিদেব ও মিত্রগ্রহ শুক্রের যুতি কুম্ভ রাশিতে হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে, বছরের শেষলগ্নে এই যুতি, আগামী বছরে বহু রাশির জাতক জাতিকার উপর নানান দিক থেকে ব্যআপক প্রভাব ফেলবে। এই দুই গ্রহের যুতিতে কিছু রাশির জাতক জাতিকার ভাগ্য পাল্টাতে পারে। বহু রাশির জাতক জাতিকা, নানান সুখ সুবিধা থেকে সৌভাগ্যের অধিকারী হবেন।
মেষ
এই সংযোগ আপনার রাশিতে লাভ আর আয়ের স্থানে হতে চলেছে। আপনার আয়ে এই সময় ব্যাপক লাভ হবে। কেরিয়ারের দিক থেকে তা ফলদায়ী হবে। কেরিয়ারে ব্যাপক উন্নতির যোগ এই সময়ে হতে পারে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন, যা আপনাকে সাফল্য এনে দেবে। আপনার আয়ের নতুন নতুন কোনও সূত্র আসবে। শেয়ার বাজার, সাট্টা বাজারে আপনি প্রভূত উন্নতি করতে পারবেন।
( Russia-Ukraine: প্রথমবার রাশিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল আছড়ে পড়ল ইউক্রেনে! দাবি কিয়েভের, বাড়ছে উদ্বেগ)
( Mamata on WB Police: CID-তে রদবদলের ডাক মমতার! কয়লা-বালি চুরি নিয়ে ক্ষোভের সুরে বললেন ‘পুলিশেরও কিছু লোক টাকা খেয়ে..’)
( Surya Gochar in Dhanu: ধনুতে সূর্যের এন্ট্রি হতে চলেছে খুব শিগগির! ১২ রাশিতে কী প্রভাব দেখে নিন)
কুম্ভ
শনি ও শুক্রের সংযোগ আপনার রাশির জাতক জাতিকার জন্য দারুন লাভদায়ী হবে। এই সময় আপনার মান সম্মান তুঙ্গে থাকবে। ব্যবসা বিস্তার লাভ করবে। নানান জায়গায় ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে। আয় বাড়বে। ধনলাভের যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। বিবাহিতদের দাম্পত্য জীবনে নানান সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। কোনও অংশীদারির কাজে লাভ পাবেন। অবিবাহিতরা বিবাহের প্রস্তাব পাবেন।
( Maharashtra Vote 2024 Exit Poll: সব একতরফা নয়! কিছু এক্সিট পোল বলছে মহারাষ্ট্রে হাড্ডাহাড্ডি লড়াই NDA-INDIA র মধ্যে)
( Weight Loss: ভুঁড়ির মেদ ঝরছে না? বিয়ের মরশুমে ওজন কমাতে এই ৫ উপায়ে আমলকি খান)
মিথুন
এই যুতি আপনার রাশির ভাগ্যস্থানে হচ্ছে। সব কাজে এই সময় থেকে আপনি পাবেন লাভ। সৌভাগ্য হবে ছায়াসঙ্গী। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। পড়ুয়াদের ব্যাপক সাফল্য আসবে। প্রমোশনের যোগ রয়েছে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। আপনার বহু অপূর্ণ ইচ্ছা পূরণ হবে।