১৩ দলের ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্সের পারফর্ম্যান্স ছিল তুল্যমূল্য। ইস্টবেঙ্গল ও কেরালা উভয় দলই নিজেদের ২৪টি ম্যাচের মধ্যে ৮টি করেও ম্যাচ জিততে সক্ষম হয়। শেষমেশ কেরালা আইএসএল অভিয🗹ান শেষ করে লিগ টেবিলের ৮ নম্বরে থেকে। ইস্টবেঙ্গল থাকে ৯ নম্বরে।
আইএসএল মরশুম শেষ। এবার কলিঙ্গ সুপার কাপে সম্মুখসমরে নামছে ইস্টবেঙ্গল ও কেরালা। ইস্টবেঙ্গল গতবারের সুপার কাপ চ্যাম্পিয়ন। অর্থাৎ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্ট খেলতে নামছে লাল-হলুদ শিবির🤪।
আপাতত দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গল এফসি বনাম কেরালা ব্লাস্টার এফসি কলিঙ্গ সুপার কাপ ২০২৫-এর রাউন্ড অফ ১৬-এর ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে। ম্যাচের যাব𝔉তীয় তথ্য-পরিসংখ্যান ও খবর কোথায় পাবেন, জেনে নেওয়া যাক তাও।
আরও পড়ুন:- তিন ম্য𝕴াচে বাবরের ০, ১, ২, রিজওয়ানদের ব্যর্থতার দিনে PSL-এ ঝড় তুꦍললেন আবদুল সামাদ
কবে-কোথায়-কখন খেলা হবে ইস্টবেঙ্গল বনাম কেরালা ম্যাচ
ইস্টবেঙ্গল এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি কলিঙ্গ সুপার কাপ ২০২৫-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল অর্থাৎ রবিবার। এই ব্লকবাস্টার ম্যাচটি খেলা হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। হা♌ই-ভোল꧅্টেজ এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায়।
কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ
ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-৩ চ্যানেলে। এছাড়া ম্যাচের লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব থাকছে জিওহটস্টারের হাতে। সুতরাং, সম্পূর্ণ বিনা পয়সায় খেলা দেখতে পাবেন জিওহটস্টার অ্যাপ ও ওয়েবস♋াইটে। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাস
ইস্টবেঙ্গল এফসি ও কেরালা ব্লাস্টার্স এখনও পর্যন্ত নিজেꦅদের মধ্যে মোট ১০টি ম্যাচে মাঠে নেমেছে। ৪টি൲ ম্যাচ জিতেছে কেরালা ব্লাস্টার্স। ৩টি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। দু'দলের ৩টি ম্যাচ ড্র হয়। সদ্য সমাপ্ত আইএসএল মরশুমে দু'বার একে অপরের বিরুদ্ধে মাঠে নামে ইস্টবেঙ্গল ও কেরালা। উভয় দল ১টি করে ম্যাচ জেতে। নিজেদের মাঠে কেরালা ২-১ গোলে পরাজিত করে ইস্টবেঙ্গলকে। ফিরতি ম্যাচ লাল-হলুদ শিবির জেতে নিজেদের ডেরায়। সেই ম্যাচের চূড়ান্ত স্কোর-লাইনও ছিল ২-১। অর্থাৎ, সুপার লিগে উভয় দল নিজেদের হোম ম্যাচে জয় তুলে নেয়। এবার সুপার কাপে লড়াই হবে নিরপেক্ষ কেন্দ্রে। এখন দেখার যে, এই ম্যাচে কারা আধিপত্য দেখায়।