নিজেদের আগের ম্যাচেই নিজেদের ঘরের মাঠে পꦅাঁচ উইকেটে হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দিন পরেই সেই হারের বদলা নিল বিরাಞট কোহলিরা। পঞ্জাবের ঘরের মাঠে গিয়ে শ্রেয়সদের সাত উইকেটে নিয়ে বদলা নিল রজত পতিদাররা।
এদিনের ম্যাচে বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৫০ রানের বেশি ইনিংস খেলার সরไ্বোচ্চ রেকর্ড গড়েছেন। আর দেবদূত পাডিক্কাল দুর্দান্ত এক ইনিংসে ৩৫ বলে ৬১ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জয়ী করার জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। র༺বিবার মুল্লানপুরে ম্যাচের শুরুতেই পঞ্জাব কিংস আঘাত হানেন আর্শদীপ সিং প্রথম ওভারেই ফিল সল্টকে আউট করেন তিনি। কিন্তু কোহলি ও পাডিক্কালের জুটিতে পাওয়ারপ্লের মধ্যেই স্কোর দাঁড়ায় ৫৪/১ রান।
কোহলির♏ ৫৪ বলে অপরাজিত ৭৩ রান ও পাডিক্কালের ৩৫ বলে ৬১ রান সঙ্গে রজত পতিদারের ১৩ বলে ১২ রান ও জিতেশ শর্মার ৮ বলে ১১ রানের সুবাদে আইপিএল ২০২৫-এর ৩৭তম ম্যাচটি জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স𝐆 বেঙ্গালুরু।
আরও পড়ুন … ওরা তো ছুটি ♊কাটাতে আসে, মজা করে তারপর… দুই বিদেশি ক্রিকেটারের সমালোচনায় সেহওয়াগ
এর আগে, পঞ্জাবের শক্তিশালী সূচনার পর সুয়াশ শর্মা এবং ক্রুণাল পান্ডিয়া দারুণ স্পিন বোলিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে ꩲদেন এবং স্বাগতিকদের ২০ ওভারে ১৫৭/৬ রানে থামিয়ে দেন। ডেথ ওভারে অসাধারণ বোলিং করেন জোশ হেজেলউড ও ভুবনেশ্বর কুমার।
টসের সময় রজত পতিদার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, তিন দিনের মধ্যে পঞ্জাব কিংস ও ꦇআরসিবি দ্বিতীয়বার মুখোমুখি হয়। পঞ্জাব কিংস তাদের একই দল নিয়ে মাঠে নামে, কিন্তু বেঙ্গালুরু দল থেকে দুর্দ𓆏শাগ্রস্ত লিয়াম লিভিংস্টোনকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে অন্তর্ভুক্ত করে।
আরও পড়ুন … কত নম্বরে ব্যাট করতে নামবেন? PBKS-🐎র বিরুদ্ধে ব্যাট করতে নামার আগেই হুঙ্কার ছাড়লেন RCB-র টিম 🃏ডেভিড
সুয়াশ শর্মা এক ওভারেই জশ ইংলিস ও মার্কাস স্টইনিসকে আউট করে পঞ্জাবের রানের গতি কমিয়ে দেন। শ্রেয়স আইয়ারের ব্যাটিং দুর্দশা অব্যাহত থাকে, তিনি আর🍎সিবির অভিষেক বোলার র♕োমারিও শেফার্ডের বলে মাত্র ৬ রান করে আউট হন। শ্রেয়সের উইকেটের পরেই, ইন-ফর্ম নেহাল ওয়াধেরাও রান আউট হন একেবারে ভুল বোঝাবুঝিতে।
আরও পড়ুন … ভিডিয়ো: PSL দেখতে গ🅷িয়ে মাঠে মোবাইল হাতে IPL -এর ম্যাচ দেখছেন পাকিস্তানের ক্রিকে𒅌ট ভক্ত
এর আগে, পঞ্জাব কিংসের দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং দলকে ভালো সূচনা এনে দিলেও, পাওয়ারপ্লের দুদিকে ক্রুণাল পান্ডিয়া দু’জনকেই ফিরিয়ে দেন, যা ম্যাচের গতিপথ বদলে দিয়েছিল। পঞ্জাব শেষ পর্যন্ত নির্🍌ধারিত ২০ ওভারে ১৫৭/৬ রান তোলে। জবাবে ১৮.৫ ওভারেই ১৫৯/৩ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।