Sandip Ghosh case latest update: CBI-র হাতে ১৮ ‘অস্ত্র’, RG কর মামলায় দেবীপক্ষের শুরুতে জেলে কাটাতে হবে সন্দীপকে! Updated: 23 Sep 2024, 08:17 PM IST Ayan Das আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে আজ আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করা হয় বিপ্লব সিং, সুমন হাজরা এবং আফসার আলিকেও। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ওই ১৮টি জিনিসের কথা জানিয়েছে।