১০ বছর পর বিরোধী দলনেতার পদ পেল কংগ্রেস। বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে এই প্রথমবার বিরোধী দলনেতা হওয়ার পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল। উল্লেখ্য, রাহুল হলেন গান্ধী পরিবারের তৃতীয় সদস্য যিনি লোকসভায় বিরোধী দলনেতা পদ পেলেন।
আরও পড়ুন: স্পিকার নির্বাচন নিয়ে তৃণমূলের মান ভাঙাতে মমতাকে ফোন রাহুলের, কথা ২০ মিনিট ধরে
এর আগে ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১০ শতাংশ আসন না থাকায় বিরোধী দলনেতা লোকসভায় ছিল না। সাধারণত বিরোধী দলনেতা হতে গেলে নির্দিষ্ট দলের ৫৫ টি আসন পাওয়া প্রয়োজন। সেই জায়গায় কংগ্রেস এবার ৯৯টি আসন পেয়েছে। যদিও বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ নয়। তবে রাহুল গান্ধী এই পদে থেকে বেশ কিছু ক্ষমতা ভোগ করবেন।
কী কী ক্ষমতা থাকবে রাহুলের?
লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে তিনি একাধিক কমিটিতে সদস্য হতে পারবেন। যার মধ্যে রয়েছে যৌথ সংসদীয় কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক আন্ডারটেকিংস, এস্টিমেট এবং একাধিক কমিটির সদস্য হতে পারবেন তিনি।পাশাপাশি গুরুত্বপূর্ণ শীর্ষ পদে আমলাদের নিয়োগের ক্ষেত্রেও তাঁর মতামত গুরুত্ব পাবে। নির্বাচন কমিশন, সিবিআই, জাতীয় মানবাধিকার কমিশন, লোকপাল এবং আরও একাধিক কেন্দ্রীয় এজেন্সিতে প্রধান নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কমিটির সদস্য হবেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, গত ১০ বছরে কেন্দ্রীয় সংস্থাকে অপব্যবহারের অভিযোগ উঠেছিল নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে। এই গুরুত্বপূর্ণ এই সব কেন্দ্রীয় এজেন্সিতে প্রধান নিয়োগের ক্ষেত্রে রাহুলের মতামত গুরুত্ব পাবে।
উল্লেখ্য, এর আগে গান্ধী পরিবার থেকে রাহুলের বাবা রাজীব গান্ধী ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে ছিলেন। পরে মা সোনিয়া গান্ধী ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৫ বছর বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন। আর এবার রায়বরেলির সাংসদ রাহুল এই দায়িত্ব পেলেন। এদিকে, বিরোধী দলনেতা দায়িত্ব পাওয়ার পরে রাহুল এক্স হ্যাল্ডেলে একটি পোস্ট করে মল্লিকার্জুনকে ধন্যবাদ জানিয়েন। একই সঙ্গে রাহুল সংসদে সংবিধান রক্ষার জন্য এবং এনডিএ সরকারকে তাদের কাজের জন্য দায়বদ্ধ রাখতে ইন্ডিয়া জোটের সমস্ত নেতাকে আহ্বান জানিয়েছেন।