রাজস্থান রয়্যালসকে আইপিএল ২০২৫ থেকে ছিটকে দিয়ে প্লে-অফের পথে বড়সড় পা বাড়িয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার রয়্যালসকে তাদের ঘরের মাঠে একতরফাভাবে উড়িয়ে দেয় ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই। সেই সুবাদে রাজস্থানের ধরাছোঁয়ার বাইরে চলে যায় এমআই।
উল্লেখ্য, বুধবার চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৫-এর প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দল হিসেবে লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত করে ফেলে রাজস্থান রয়্যালস।
সোয়াই মান সিংহ স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ৫০তম লিগ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। তারা নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২১৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। হাফ-সেঞ্চুরি করেন দুই ওপেনার রায়ান রিকেলটন ও রোহিত শর্মা। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়াকে।
রিকেলটন ৩৮ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩৬ বলে ৫৩ রান করেন রোহিত শর্মা। তিনি ৯টি চার মারেন। ২৩ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। সূর্যর মতোই ২৩ বলে ৪৮ রান করে নট-আউট থাকেন হার্দিক পান্ডিয়া। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। রাজস্থানের হয়ে ১টি করে উইকেট নেন মাহিশ থিকশানা ও রিয়ান পরাগ।
আরও পড়ুন:- মাত্র কয়েক মিলিমিটার! ‘অঙ্ক কষে’ নেওয়া DRS বাঁচাল রোহিতকে, নেটিজেনরা বলছে হাইলি সাসপিশাস
টানা ৬ ম্যাচে জয় মুম্বই ইন্ডিয়ান্সের
পালটা ব্যাট নেমে রাজস্থান কোনও রকমে একশো রানের গণ্ডি টপকে অল-আউট হয়ে যায়। তারা ১৬.১ ওভারে ১১৭ রান তুলে ইনিংস শেষ করে। ফলে ১০০ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে এটি মুম্বই ইন্ডিয়ান্সের টানা ৬ নম্বর জয়। তারা প্রথম পাঁচ ম্যাচে ১টি জয় পায় এবং পরাজিত হয় ৪টি ম্যাচ। তবে পরের ৬টি ম্যাচে মুম্বইকে হারাতে পারেনি কেউ। স্বাভাবিকভাবেই যে রকম ধারাবাহিকতা দেখাচ্ছে মুম্বই, তাতে তারা নিজেদের ৬ নম্বর আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন দেখছে সন্দেহ নেই।
রাজস্থান রয়্যালসের হয়ে গত ম্যাচে ৩৫ বলে শতরান করা বৈভব সূর্যবংশী এই ম্যাচে শূন্য রানে আউট হন। যশস্বী জসওয়াল সাজঘরে ফেরেন ১৩ রান করে। রিয়ান পরাগ ১৬, নীতীশ রানা ৯, ধ্রুব জুরেল ১১, শুভম দুবে ১৫, মাহিশ থিকশানা ২, কুমার কার্তিকেয়া ২ ও জোফ্রা আর্চার ৩০ রান করে আউট হন। ৪ রানে নট-আউট থাকেন আকাশ মাধওয়াল। খাতা খুলতে পারেননি শিমরন হেতমায়ের।
আরও পড়ুন:- ২৮ বলে সেঞ্চুরি করে গেইল-পন্তের রেকর্ড ভাঙা ক্রিকেটারকে ট্রায়ালে ডাকল CSK- রিপোর্ট
মুম্বইয়ের হয়ে ২৮ রানে ৩টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ২৩ রানে ৩টি উইকেট নেন করণ শর্মা। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ২টি উইকেট নেন জসপ্রীত বুমরাহ। দীপক চাহার ও হার্দিক পান্ডিয়া ১টি করে উইকেট দখল করেন।