প্রবল ঝড়বৃষ্টি। কলকাতায় বজ্র বিদ্যুৎসহ ঝড়বৃষ্টি। তার মধ্য়েই বৃহস্পতিবার রাতে ঝড়ে গাছ পড়ে বেহালার পর্ণশ্রীতে এক মহিলার মৃত্য়ু হয়েছে। মৃত মহিলার নাম মীনা ঘোষ। তাঁকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে তার উপর। এর জেরে ওই মহিলা মারাত্মকভাবে জখম হন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় অপর একজন আহত হয়েছেন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তার পাশে থাকা বিরাট গাছটি আচমকা ভেঙে পড়ে।
এদিকে প্রবল ঝড়ে বারাসতের ইন্দিরা কলোনিতেও গাছ পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ৩০ বছর বয়সি গোবিন্দ বৈরাগি। ঘরে শুয়ে ছিলেন। তখনই ঘরের উপর গাছ পড়ে যায়। পরে প্রতিবেশীরা গাছ সরিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার বিকালে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বাজ পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। মাঠে চাযের কাজ করছিলেন স্বামী ও স্ত্রী। সেই সময় বাজ পড়ে। মাঠেই মৃত্যু হয় ওই বৃদ্ধে। স্ত্রী আহত হয়েছেন।
এদিকে শিয়ালদার কাছে একটা গাছ গাড়ির উপর ভেঙে পড়ে। গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্য়দিকে গাছ পড়ে শিয়ালদা লাইনে ট্রেন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। একাধিক ট্রেন দেরিতে ছাড়ে। মূলত ওভারহেড তারে গাছের ডাল পড়ে সমস্যা দেখা দিয়েছিল। তবে রাতের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
লাইনে গাছ পড়ে যাওয়ায় আপ নৈহাটি লোকাল সন্ধ্যা সাতটা নাগাদ আটকে যায়। পরে ট্রেন ছাড়তে এক ঘণ্টা সময় লেগে যায়। মধ্য়মগ্রাম ও বিরাটির মাঝেও ওভারহেড তারে গাছের ডাল পড়ে যায়। বনগাঁ লাইনেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।