সারেগামাপা-র গ্র্যান্ড অডিশনের এপিসোডগুলি বেজায় হিট। সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের প্রতিযোগীরা এবার অংশ নিয়েছেন গানের রিয়েলিটি শো-তে। আর বেশিরভাগই নিজেদের গায়িকি দিয়ে জিতে নিয়েছেন বিচারকদের মন। তবে আলাদা করে উল্লেখের দাবি রাখেন সপ্তপর্ণী। মঞ্চে এই কন্যেকে দেখেই, শান্তনু মৈত্র বলে ওঠেন, ‘চেনা চেনা মনে হচ্ছে না’!
তাতে উলটো দিক থেকে জবাব আসে, ‘হ্যাঁ স্যার ব্যাকআপ ভোকালিস্ট। প্রায় ৩-৪টে সিজন গান করেছি।’ তাতে মুগ্ধ শান্তনুর জবাব, ‘আমার জন্য তুমি এর মধ্যেই জিতে গিয়েছ। অনেকেরই মনে হতে পারে, কোরাস করে কী হবে। তবে এই মেয়েটাকে দেখো, ট্রাই করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখে ও আজ গ্র্যান্ড অডিশনে। আমার মন জিতে নিয়েছ তুমি।’
আরও পড়ুন: ‘কেন যে আমি সিঙ্গেল…’! হাত দিয়ে ঠেলে সরাচ্ছেন পুরুষদের, এ কী হাল হল মধুমিতার
এই প্রসঙ্গে বলিউড-টলিউডের বিখ্যাত গায়িকা ও বর্তমানে সারেগামাপা-র অন্যতম বিচারক অন্তরা মিত্র বলে ওঠেন, ‘তুমি কোরাস গাওয়ার পর প্রতিযোগী হয়েছ। আমি কিন্তু একটা শো-তে টপ ৫ প্রতিযোগী থাকার পর বম্বে গিয়ে একাধিক কোরাস গেয়েছি। আমার মনে হয় কোরাস গাইলে ভীষণ শেখা যায়। এটা খুব ভালো শেখার সুযোগ। আমি অনেক শিখেছি। প্রচুর সিরিয়ালে সিনেমায় কোরাস গেয়েছি নিজের গান পাওয়ার আগে। জি বাংলা সারেগামাপাকে অনেক ধন্যবাদ জানাব এরকম একটা সুন্দর সংস্কৃতিকে টিভির পর্দায় আনার জন্য।’
আরও পড়ুন: ‘শুভ্রজিতের সঙ্গে মতের মিল…’! অক্টোবরের বিয়ের জল্পনায় শিলমোহর প্রিয়াঙ্কার
এবার বলিউডের বিখ্যাত গায়ক জাভেদ আলিও রয়েছেন সারেগামাপা-র বিচারক আসনে। তিনি সপ্তপর্ণীর উদ্দেশে বলেন, ‘তখন আমার স্ট্রাগল পিরিয়ড চলছে। আমার কাছে সুযোগ আসে দেবদাসের জন্য কোরাস গাওয়ার। দেবদাসের 'মার ডালা'র জন্য কোরাস গেয়েছি আমি। এরপর সঞ্জয় লীলা বনশালি-র সাওয়ারিয়াঁ-র জন্য ডাক পড়ল যশরাজ স্টুডিয়োতে। ততক্ষণে আমার কাজরা রে কাজরা রে খুব হিট করে গেছে।’
আরও পড়ুন: ‘যে বাড়িতে ৩টে শাশুড়ি…’! জানুয়ারিতে ডিভোর্স, এ কী বললেন কাঞ্চন-প্রাক্তন পিঙ্কি
‘ওই সিনেমায় একটা গানের লাইন আছে 'দেখো চাঁদ আয়া, চাঁদ নজর আয়া'। ওখানে গিয়ে দেখলাম লিড ভোকাল গাওয়ার লোক আছে। আমাকে এই অংশটা গাওয়ার জন্য কোরাসে দাঁড় করিয়ে দিয়েছে। আমি একটা বন্ধুকে ফোন করে বলেছি্লাম, আমার একটা গান এসে গেছে, তাও আমাকে কোরাসে দাঁড় করিয়েছে। সেই বন্ধু বলেছিল, জাভেদ যা সুযোগ আসবে, সেটাকেই কাজে লাগা। আমি তাই করি। তারপর তো ভগবানের আশীর্বাদে এখন সকলের সামনে।’, আরও বলেন জাভেদ।