পিএসএল ম্যাচে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরে দলকে জেতানোর পুরস্কার হিসেবে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে হেয়ার ড্রায়ার পেয়েছিলেন জেমস ভিনস। ভারতীয় মুদ্রায় যার দাম মেরেকেটে সাড়ে তি♊ন হাজার টাকা। এমন তুচ্ছ পুর♎স্কারের জন্য সোশ্যাল মিডিয়ায় করাচি কিংস তথা পাকিস্তান সুপার লিগকে নিয়ে বিস্তর ব্যঙ্গ বিদ্রুপ হয়। পরে করাচি ফ্র্যাঞ্চাইজির তরফে পুরস্কার হিসেবে ট্রিমারও দেওয়া হয়, তা নিয়েও নেট পাড়ায় হাসির রোল ওঠে।
তবে এবার পিএসএলের মঞ্চেই ব্যতিক্রমী ছবি দেখা গেল। এবার অবশ্য পুরস্কার হিসেবে নয়, বরং উপহার হিসেবে দলের ক্যাপ্টেনের হা𝕴তে তুলে দেওয়া হল♔ আইফোন। তাও আবার যেমন তেমন নয়, বরং ২৪ ক্যারেট গোল্ড প্লেটেড কাস্টমাইজড আইফোন ১৬ প্রো তুলে দেওয়া হল লাহোর কালান্দার্সের ক্যাপ্টেন শাহিন আফ্রিদির হাতে।
লাহোর ফ্র্যাঞ্চাইজির তরফে উপহারের আনবক্সিং ভিডিয়ো 😼সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। গোল্ড প্লেটেড আইফোনটি স্বাভাবিকভাবেই সকলকে চমকে দেয়। তবে শুধুমাত্র ক্যাপ্টেনকে এমন উপহার দেওয়া হল দেখে ঈর্ষা প্রকাশ করেন শাহিনের সতীর্থ হ্যারিস রউফ। তিনি বলেই বসেন যে, ‘এটা কিন্তু ঠিক নয়।’
পিএসএল ২০২৫-এর তিন ম্যাচে লাহোর কালান্দার্সের পারফর্ম্যান্স
লাহোর কালান্দার্স এই মুহূর্তে চলতি পাকিস্তান সুপার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তারা নিজেদের প্রথম ৩ ম্যাচের মধ্য෴ে জয় তুলে নেয় ২টি ম্যাচে। ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হার দিয়ে পিএসএল ২০২৫ অভিযান শুরু করে লাহোর। তার পরে পরপর ২টি ম্যাচে জয়ের মুখ দেখে কালান্দার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে লাহোর পরাজিত করে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে। তৃতীয় ম্যাচে লাহোর হারিয়ে দেয় করাচি কিংসকে।
পিএসএল ২০২৫-এর তিন ম্যাচে শাহিনের পারফর্ম্যান্স
ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে নজর কাড়তে পারেননি শাহিন আফ্রিদি। লাহোর দলনায়ক সেই ম্যাচে ৩৮ রান খরচ করেও উইকেটহীন থাকেন। তবে কোয়েট্টার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ২ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন তিনি। করাচির বিরুদ্ধে ಞতৃতীয় ম্যাচে ৪ ওভারে ৩৪ রা🔯ন খরচ করে ৩টি উইকেট সংগ্রহ করেন আফ্রিদি। অর্থাৎ, চলতি পাকিস্তান সুপার লিগের প্রথম তিন ম্যাচে বল করে সাকুল্যে ৫টি উইকেট সংগ্রহ করেন শাহিন। সেই নিরিখে বলাই যায় যে, ক্যাপ্টেন শাহিন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লাহোর কালান্দার্সকে।