কুমোরটুলি কাণ্ডের পুনরাবৃত্তি! আবারও ট্রলি ব্যাগে উদ্ধার হল মহিলার দেহ! এবারের ঘ♍ট🍌নাস্থল বাগুইআটি।
সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে - বাগুইআটির দেশবন্ধু নগর এলাকায় কালো রঙের একটি বেওয়ারিশ ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সেই ট্রলি ব্যাগไের ভিতর থেকেই এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, যাঁর দেহ উদ্ধার করা হয়েছে, তিনি বয়সে তরুণী।
আরও জানা গিয়েছে, মৃতদেহের মুখে সেলোটেপ আটকানো ছিল! কিন্তু, কে বা কারা, কখন ওই জায়গায় ট্রলি ব্যাগটি রেখে দিয়ে গিয়েছে, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে। তার𝔍া এলাকাবাসীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি, মৃত তরুণীর পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই তরুণীকে অন্য কোথাও খুন কর🐈ে দেহ লোপাট করার জন্যই তা ট্রলি ব্যাগে ভরে বাগুইআটি এলাকায় ফেলে যাওয়া হয়। পুলিশ এলাকার সমস্ত ꩲসিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।
প্রসঙ্গত, সম্প্রতি কুমোরটুলি এলাকায় ট্রলি ব্যাগের ভিতর থেকে এক মহিলার দেহ উদ্ধার করা হয়। সেই প্রৌঢ়া মধ্যগ্রামে ঘর ভাড়া নিয়ে থাকতেন। পরবর্তীতে সেই প্রৌঢ়াকে খুন ও লাশ গুম করার চেষ্টার অভিযোগে এক আত্মীয়া ও তাঁর মাকে গ্রেফতার করে পুলিশ। সেই📖 ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনা ঘটল।