চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সার্বিক পারফর্ম্যান্স মোটেও বড়াই করার মতো নয়। এখনও পর্যন্ত লিগের ৮টি ম্যাচের মধ্যে কেকেআর জিতেছে মাত্র ৩টি ম্যাচে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হেরেছে ৫টি ম্যাচ। 🦩উল্লেখযোগ্য বিষয় হল, ঘরের মাঠে ৪টি ম্যাচে মাঠে নেমে কেকেআর ৩টিতে হেরে বসে।
এমন 🐈পরিস্থিতিতে কেকেআরের কাছে বাকি আইপিএল অভিযান সরু সুতোয় দাঁড়িয়ে। পান থেকে চুন খসলেই প্লে-অফের দরজা বন্ধ হয়ে যাবে কলকাতার সামনে। দলের খেলায় ধারাবাহিকতার অভাব থাকলেও কেকেআর টিম ম্যানেজমেন্ট কম্বিনেশন নিয়ে বিশেষ পরীক্ষা নীরিক্ষার রাস্তায় হাঁটেনি।
কেকেআর তাদের প্রথম সাত ম্যাচে চার বিদেশির কোটায় একটি জায়গা নিয়ে ক্রমাগত রদবদল করে। পেসার দরকার হলে স্পেনসার জনসন অথবা এনরি😼খ নকরিয়া এবং স্পিনার দরকার হলে মইন আলিকে মাঠে নামায় তারা। নরকিয়া যদিও একটি ম্যাচেই সুযোগ পান। একটি ম্যাচে নারিন খেলতে পারেননি ম্যাচ ফিট ছিলেন না বলে। নাহলে তিন বিদেশি কুইন্টন ডি'কক, সুনীল নারিন ও আন্দ্রে রাসে💙লকে ধারাবাহিকভাবে সুযোগ দেয় কলকাতা।
অবশেষে ইডেনে গুজরাট টাইটানসের বিরুদ্ধে নিজেদের অষ্টম লিগ ম্যাচে কুইন্টন ডি'কককে বসিয়ে রহমানউল্লাহ গুরবাজকে মাঠে নামায় কেকেআর। যদিও গুরবাজ ব্যাট হাতে নির্ভ🅺রতা দিতে পারেননি। এখনও পর্যন্ত কেকেআরের ৮টি ম্যাচেই মাঠে নামেন আন্দ্রে রাসেল, যদিও দল🌱ের পারফর্ম্যান্সে বিশেষ প্রভাব রাখতে পারেননি তিনি।
দ্রে রাস নজর কাড়তে না পারলেও কেন জামাই আদর করে সব ম্যাচে খেলানো হচ্ছে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। কেকেআরের রিজার্ভ বেঞ্চে রোভম্যান পাওয়েলের মতো কার্যকরী টি-২০ ক্রিকেটার থাকলেও তাঁকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন করা হয় নাইট দলনায়ক অজিঙ্কা🌟 রাহানেকে।

জবাবে অজিঙ্কা বলেন, ‘রোভম্যান পাওয়েলকে নিয়ে এভাবে নির্দিষ্ট কিছু বলা সম্ভব নয়।𒁏 কাদের খেলানো হবে, সেটা টিম ম্যানেজমেন্ট ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। কাদের বিরুদ্ধে খেলছি, কোথায় খেলা, সব দিক বিব𓄧েচনা করে কম্বিনেশন নির্ধারণ করা হয়। কম্বিনেশন অনুযায়ীই মাঠে নামানো হয় ক্রিকেটারদের। তবে স্কোয়াডের সব খেলোয়াড়ই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।’
উল্লেখযোগ্য বিষয় হল, পাওয়েলকে কেন খেলানো হচ্ছে না, এমন প্রশ্ন উত্থাপিত হওয়ার ঠিক পরেই সোশ্যাল মিডিয়ায় কেকেআরের তরফে ইঙ্গিতবহ একটি পোস্ট করা হয়। ফেসবুকে নাইট রাইডার্সের তরফে 'নো ক্যাপশন নিডেড' বলে পাওয়েলের ব্যাটিং অনুশীলনের একগুচ্ছ ছবি পোস্ট করা হয়, যেখানে ক্যারিবিয়ান তারকাকꦺে বড় শট হাঁকাতে দেখা যাচ্ছে। এমন পোস্টের পরেই জল্পনা শুরু হয়ে যায় যে, তবে কি রাসেলকে বসানোর ইঙ্গিত দিল কেকেআর?
উল্লেখ্য, আন্দ্রে রাসেল আ🅠ইপিএল ২০২৫-এ এখনও পর্꧒যন্ত ৬টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ৫৫ রান সংগ্রহ করেছেন। তিনি ৪টি ইনিংসে বল করে সাকুল্যে ৬টি উইকেট নিয়েছেন।