নিত্যদিনই একে অপরকে জুড়ে চর্চায় থাকেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর দুজনে মিলে জমিয়ে করছেন সংসার। তাঁদের জীব💖নে এসেছে ছোট্ট কৃষভিও। শ্রীময়ী-কাঞ্চন কন্য়ার বয়স এখন মাত্র ৬মাস। তবে এরই মধ্যে ফের কি তবে নতুন করে প্রেমে পড়লেন শ্রীময়ী চট্টরাজ? আর সেই জল্পন🌼া উসকে দিয়েছেন কাঞ্চনপত্নী নিজেই…।
হ্যাঁ ঠিকই শুনছেন। কাঞ্চকে ছাড়াই ভিক্টোরিয়ার সামনে বেড়াতে গিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ মল্লিক। ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ভিডিয়ো করে পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। যেখানে তাঁকে হেঁয়ালি করে বলতে শোনা যায়, ‘ভিক্টোরিয়ার সামনে এসেছি, জ❀ীবনে বরও দেয়নি। আজকে কে দিল আমায় গোলাপ ও আইসক্রিম?’ আরও একটি ভিডিয়োতে গাড়িতে বসে তাঁকে বলতে শোনা 🌼যায়, 'ভিক্টোরিয়া মানেই মানুষের প্রেম পায়, খোলা মাঠ, খোলা আকাশ, সবকিছুই। তবে ভিক্টোরিয়ার সামনে আমাকে আইসক্রিম, গোলাপ কে দিল? কাঞ্চন ছাড়া! শ্রীময়ী কি কবে আবার প্রেমে পড়ল, কী জানি!’
নাহ, শ্রীময়ীকে কাঞ্চন ছ🌺াড়া কে লাল গোলাপ দিয়েছে, তাঁর খোঁজ এখনও পꦛাওয়া যায়নি।
যদিও আবার একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আরও একটা ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। যে ভিডিয়োতেও একই পোশাকে দেখা যায় তাঁকে। কোনও এক কফি শপে ঢুকেছিলেন তিনি, সঙ্গে ছিলেন তাঁর মা, কাঞ্চন ও ছোট্ট কৃষভিও। এছাড়াও শ্রীময়ীর সঙ্গে ছিলেন তাঁর দিদি ও দিদির মেয়ে। যেখানে ছোট্ট কৃষভিকে অভিনেত্রী মায়ের কোলে দেখা যায়। আর কাঞ্চনও তখন শাশুড়ি মায়ের পাশে দাঁড🌼়িয়ে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। অভিনেত্রীর বোনঝি জানালেন, 'এটা হল পরিবারের সঙ্গে কফি ডেট।
আরও পড়ুন-🍒‘ডান্স বাংলা ডান্স’-এ কৌশানির কোলে বসে এটা কী করল মিছরি?✅ খুদের কাণ্ড দেখালেন অভিনেত্রী…
প্রসঙ্গত, গত বছর ১৪ই ফেব্রুয়ারি সই-সাবুদ করে বিয়েℱটা সেরে ফেলেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। তারপর হয় তাঁদের সামাজিক বিয়ের অনুষ্ঠান। ২রা নভেম্বর সবার অগোচরে মা হন কাঞﷺ্চন-ঘরণী। বর্তমানে ছোট্ট কৃষভির বয়স মাত্র ৬ মাস।